ঊর্ধ্বমুখী ধারায় সপ্তাহ শেষ পুঁজিবাজারে

সপ্তাহের শেষ লেনদেনে বৃহস্পতিবার সূচক ও শেয়ার কেনাবেচার পরিমাণ বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2021, 01:47 PM
Updated : 15 July 2021, 06:56 PM

এদিন দুপুর আড়াইটা পর্যন্ত পুরো সাড়ে চার ঘণ্টার লেনদেন শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৩৪ দশমিক শূন্য ২ পয়েন্ট বা দশমিক ৫৪ শতাংশ বেড়ে ৬ হাজার ৩০৭ দশমিক ৩৬ পয়েন্টে অবস্থান করছে।

এর আগে এরচেয়ে বেশি সূচক ছিল ২০১৮ সালের ৩ জানুয়ারি। সেদিন সূচক ছিল ৬ হাজার ৩১৮ দশমিক ২৭ পয়েন্ট।

সূচক বাড়ায় এদিন ডিএসইর বাজার মূলধন বেড়ে ৫ লাখ ২৫ হাজার ২৭১ কোটি ৮২ লাখ টাকা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি।

বৃহস্পতিবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৮ দশমিক ৫৫ শতাংশ বা ১৪০ কোটি ৯৬ লাখ টাকা বেড়েছে।

ঢাকায় এদিন ১ হাজার ৭৮৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ৬৪৮ কোটি ৯০ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে ৭২ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।    এ বাজারে লেনদেন হয়েছে ৩৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২৭০টির এবং কমেছে ৭৯টির। অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।

এদিন ব্যাংক, প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি এবং ওষুধ খাতের বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে।

অন্যদিকে দাম কমেছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও বীমা খাতের শেয়ারের।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ দশমিক ৩৬ পয়েন্টে।

ডিএস৩০ সূচক দশমিক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৭৪ দশমিক ৯০ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি

বেক্সিমকো লিঃ, সাইফ পাওয়ার, লাফার্জহোলসিম, শাইন পুকুর সিরামিক্স, ফু-ওয়াং ফুড, অ্যাক্টিভ ফাইন,  ফু-ওয়াং সিরামিক, পাওয়ার গ্রিড, অরিয়ন ফার্মা ও বিডি থাই।

দাম বাড়ার শীর্ষ ১০টি কোম্পানি

পদ্মা ইসলামী লাইফ, সিএপিএম বিডিবিএল মিঃ ফাঃ ওয়ান, সাইফ পাওয়ার, বেঙ্গল উইন্ডসর, শাইন পুকুর সিরামিক্স, ফু-ওয়াং সিরামিক, ফু-ওয়াং ফুড, এএফসি এগ্রো বায়োটেক, বিবিএস ও রহিম টেক্সটাইল।

দাম কমার শীর্ষ ১০টি কোম্পানি

রূপালী ব্যাংক লিঃ, এনআরবিসি ব্যাংক লিঃ, আনোয়ার গ্যালভানাইজিং, বিকন ফার্মা, আইএসএন, সাউথইস্ট ব্যাংক লিঃ, এস্কয়ার নিট কম্পোজিট, সোনারগাঁ টেক্সটাইল, বিআইএফসি ও প্যারামাউন্ট টেক্সটাইল।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজারেও সূচক বেড়েছে। 

এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১১৬ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩১৮ দশমিক ৫৮ পয়েন্টে।

বৃহস্পতিবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৩১ দশমিক ৩৮ শতাংশ বা ১৬ কোটি ৬৬ লাখ টাকা বেড়ে মোট ৬৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন যা ছিল ৫৩ কোটি ৯ লাখ টাকা।

সিএসইতে ৩২১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২২টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।

আরও পড়ুন: