এসএমই খাতের আরও ২ কোম্পানি আসছে পুঁজিবাজারে

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এসএমই) খাতের আরও দুই কোম্পানিকে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2021, 02:12 PM
Updated : 14 July 2021, 02:12 PM

বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এগুলো হলো- ওরাইজা এগ্রো ইন্ডাস্ট্রিজ ও মাস্টার ফিড এগ্রোটেক।

এর আগে এসএমই খাতের মাত্র দুটি কোম্পানিকে কোম্পানিকে মূলধন সংগ্রহের অনুমতি দিয়েছে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

ওরাইজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড

ওরাইজা এগ্রো ইন্ডাস্ট্রিজ শেয়ার ছেড়ে ১০ টাকা দামে ১ কোটি শেয়ার বিক্রি করে পুঁজিবাজার থেকে ১০ কোটি টাকার মূলধন উত্তোলন করবে।

এ টাকা ব্যাংক ঋণ পরিশোধ, মূলধন বৃদ্ধি ও ইস্যু ব্যবস্থাপনার কাজে ব্যয় করবে।

এই কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।

২০২০ সালের ৩০ ডিসেম্বরের হিসাব অনুযায়ী এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ১ টাকা ২ পয়সা; শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১৮ টাকা ৯ পয়সা।

মাস্টার ফিড এগ্রোটেক লিমিটেড

মাস্টার ফিড এগ্রোটেক ১০ টাকা দামে ১ কোটি শেয়ার বিক্রি করে পুঁজিবাজার থেকে ১০ কোটি টাকার মূলধন উত্তোলন করবে।

আইপিওর টাকা ব্যাংক ঋণ পরিশোধ, মূলধন বৃদ্ধি ও ইস্যু ব্যবস্থাপনার কজে ব্যয় করবে মাস্টার ফিড এগ্রোটেক।

এই কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এনবিএল ক্যাপিট্যাল অ্যান্ড ইকুইটি ম্যনিজেস্যান্ট লিমিটেড ও এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স

২০২০ সালের ৩০ ডিসেম্বরের হিসাব অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি মুনাফা ৬৮ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৪ টাকা ৮ পয়সা।

অনুমোদনের সময় দুটি কোম্পানকেই তালিকাভুক্তির পরের তিন বছর ‍বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে না দেওয়ার শর্ত দেওয়া হয়েছে।

এই আইপিও প্রচলিত পাবলিক অফার নয় অর্থাৎ সব সাধারণ বিনিয়োগকারী এই শেয়ার কিনতে পারবেন না।

ক্ষুদ্র ও মাঝারি খাতের এসব কোম্পানিতে বিনিয়োগ সাধারণত ঝুঁকিপূর্ণ হয় বলে এতে সবার বিনিয়োগের সুযোগ রাখা হয়নি।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী, শুধু যোগ্য বিনিয়োগকারী বা প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এমন শেয়ারে বিনিয়োগ করতে পারবেন।

পাশাপাশি পুঁজিবাজারে যেসব দেশি বা বিদেশি ব্যক্তির বাজারমূল্যে অন্তত এক কোটি টাকার বিনিয়োগ আছে, তারা এই দুটি এসএমই বোর্ডরে আইপিওতে বিনিয়োগ করতে পারবেন।

পাবলিক ইস্যু রুলস অনুমোদন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পাবলিক ইস্যু রুলস ২০১৫ সংশোধন করে অনুমোদন দিয়েছে বিএসইসি।

সামনে এর গেজেট প্রকাশ হবে।