বেক্সিমকোর সুকুক বন্ডের রেকর্ড ডেট ১৯ জুলাই

শেয়ারহোল্ডারদের জন্য রাখা বেক্সিকোর গ্রিন সুকুক বন্ড পেতে হলে বিনিয়োগকারীদের ১৯ জুলাই বেক্সিকোর শেয়ারধারণ করতে হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2021, 09:53 AM
Updated : 14 July 2021, 09:54 AM

বেক্সিকো লিমিটডের এই সিদ্ধান্ত বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।

বেক্সিকো লিমিটডের শেয়ার ১৫ জুলাই ও ১৮ জুলাই নগদ টাকায় স্পট মার্কেটে লেনদেন হবে। ১৯ জুলাই রেকর্ড ডেটে শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।

জুন মাসের শেষর দিকে এসে ৩ হাজার কোটি টাকার বন্ড ছাড়ার অনুমোদন পায় বেক্সিমকো। বন্ড বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে।

১০০ টাকার বন্ডের ন্যূনতম ৫০টির লট কিনতে হবে। বন্ডটি থেকে প্রতি বছর সর্বনিম্ন ৯ শতাংশ সুদ পাওয়া যাবে।

এই ৩ হাজার কোটির মধ্যে ৭৫০ কোটি টাকার বন্ড বর্তমান শেয়ারহোল্ডারদের কাছে বিক্রি করা হবে। ১ হাজার ৫০০ কোটি টাকার বন্ড অন্য বিনিয়োগকারীর কাছে বিক্রি করা হবে। বাকি ৭৫০ কোটি টাকা আইপিওর মাধ্যমে বিক্রি করা হবে।

বন্ডের এই ৩ হাজার কোটি টাকা দিয়ে বস্ত্র খাতের ব্যবসা বাড়াবে বেক্সিকো লিমিটড। এছাড়া সরকার অনুমোদিত দুটো নবায়নযোগ্য বিদ্যুত্ উত্পাদন প্রকল্পে (তিস্তা সোলার এবং করতোয়া সোলার) ও পরিবেশ উন্নয়নে বিনিয়োগ করবে।

শরিয়াহভিত্তিক বন্ড সুকুককে বিবেচনা করা হয় বিনিয়োগ সনদ হিসেবে, যার বিপরীতে সম্পদের মালিকানা দেওয়ার নিশ্চয়তা থাকে। বিনিয়োগের জন্য তারা নির্দিষ্ট হারে মুনাফা পান।

বেক্সিমকো জানিয়েছে, তাদের সুকুক বন্ডে ৯ শতাংশ ভিত্তিমূল্যের সঙ্গে মার্জিন যোগ করে ছয় মাস অন্তর বন্ডটিতে বিনিয়োগের বিপরীতে মুনাফা দেওয়া হবে।

বেক্সিমকো সুকুক আল ইসতিস্না হবে কনভার্টেবেল। অর্থাত্ এ বন্ডে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ বেক্সিমকো লিমিটেডের শেয়ারে রূপান্তরেরও সুযোগ পাবেন।