সূচক বাড়লেও লেনদেন কমেছে

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার চার ঘণ্টার লেনদেনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2021, 12:08 PM
Updated : 8 July 2021, 12:08 PM

সোমবার থেকে বুধবার পর্যন্ত সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে ৩ ঘণ্টা লেনদেন হয়েছে। বৃহস্পতিবার থেকে ব্যাংকের নতুন সময়ের সঙ্গে সমন্বয় রেখে এক ঘণ্টা বেশি লেনদেন হয়েছে দেশের। ১৪ জুলাই পর্যন্ত ৪ ঘন্টা করে লেনদেন হবে।

নতুন সময়সূচী অনুযায়ী রোববারের পরিবর্তে লেনদেন হবে সোমবার।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৩৫ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ৫৮ শতাংশ বেড়ে ৬ হাজার ২১২ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করছে।

তবে এদিন দেশের প্রধান এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৫ দশমিক ৪৩ শতাংশ বা ৮৫ কোটি ৬৫ লাখ টাকা কমেছে।

ঢাকায় এদিন ১ হাজার ৫৭৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ৭৮৯ কোটি ৭৪ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯১টির এবং কমেছে ১৫৫টির। অপরিবর্তিত রয়েছে ২৮টির দর। সবমিলে ৫১ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

এদিন বীমা, প্রকৌশল, ওষুধ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে।

কমেছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বস্ত্র খাতের শেয়ারের দাম।   

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ দশমিক শূন্য ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪১ দশমিক ৫৫ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১৬ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৪৮ দশমিক ২১ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি

বেক্সিমকো লিঃ, লাফার্জহোলসিম, কেয়া কসমেটিকস, বেক্সিমকো ফার্মা, আমান ফিড, ন্যাশনাল ফিড মিল, আলিফ ম্যানুফেকচারিং, এমএল ডাইং, পাওয়ার গ্রিড ও অ্যাক্টিভ ফাইন।

দাম বাড়ার শীর্ষ ১০টি কোম্পানি

সিভিও পেট্রোকেমিক্যাল, সোনালী লাইফ, এইচ.আর. টেক্সটাইল, আজিজ পাইপস,  সোনালী পেপার, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, আনোয়ার গ্যালভানাইজিং, জেএমআই সিরিঞ্জ,  সিলকো ফার্মা ও মুন্নু এগ্রো।

দাম কমার শীর্ষ ১০টি কোম্পানি

ট্রাস্ট ব্যাংক, এনভয় টেক্সটাইল, এফএএস ফাইন্যান্স, আইসিবি ইসলামী ব্যাংক, অলিম্পিক এক্সেসরিজ, ফেডারেল ইন্স্যুরেন্স, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঃ ফাঃ, সিএপিএম বিডিবিএল মিঃ ফাঃ ০১, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিঃ ফাঃ ও ফারইস্ট ফাইন্যান্স।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজারেও সূচক বেড়েছে এবং লেনদেন কমেছে। 

এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১২০ দশমিক শূন্য ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ১ দশমিক ৯৬ পয়েন্টে।

বৃহস্পতিবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৫ দশমিক ৭৩ শতাংশ বা ৪ কোটি ২৪ লাখ টাকা কমেছে।

মোট ৭৪ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৭৮ কোটি ৩০ লাখ টাকা।

সিএসইতে ৩২১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।