পুঁজিবাজারে শুরুতে উত্থান শেষে পতন

দেশের উভয় পুঁজিবাজার টানা দ্বিতীয় দিনের মত দরপতন হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2021, 01:40 PM
Updated : 7 July 2021, 01:40 PM

বুধবার দিনের শুরু থেকে ডিএসইতে অধের্কটা সময় সূচক ঊর্ধ্বমুখী থাকলেও তিন ঘণ্টা লেনদেনের বাকিটা সময় বেশিরভাগ শেয়ার দর হারায়। এতে সূচক পতনে লেনদেন শেষ হয়েছে।

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ১৯ দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ কমে ৬ হাজার ১৭৭ দশমিক ২২ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারের সময় এক ঘণ্টা বাড়ছে। এদিন থেকে দুপুর ২টা পর্যন্ত চার ঘণ্টা লেনদেন হবে। কঠোর লকডাউনে বুধবার পর্যন্ত লেনদেন হয়েছে ১টা পর্যন্ত।

গত বৃহস্পতিবার লকডাউনের বিধিনিষেধ কার্যকর হওয়ার পর সোমবার প্রথম লেনদেনে সূচক বাড়লেও পরদিন কমে যায়।

বুধবার এই বাজারে লেনদেনও আগের দিনের তুলনায় ১১ দশমিক ৮৬ শতাংশ বা ২১২ কোটি ১৮ লাখ টাকা কমেছে।

ঢাকায় এদিন ১ হাজার ৫৭৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ৭৮৯ কোটি ৭৪ লাখ টাকা।

বুধবার বাংলাদেশের প্রধান পুঁজিবাজারে ৫৫ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

এই বাজারে লেনদেন হয়েছে ৩৭২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির এবং কমেছে ২০৫টির। অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।

বুধবার ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বেশি হারে কমেছে।

অন্যদিকে ওষুধ খাতের ৫৫ শতাংশ বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৫৯ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩২৭ দশমিক ৪৯ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ২ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৩১ দশমিক ৫৫ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি

বেক্সিমকো লিঃ, লাফার্জহোলসিম, বেক্সিমকো ফার্মা, ন্যাশনাল ফিড মিল, কেয়া কসমেটিকস, লংকাবাংলা ফাইন্যান্স, ফু-ওয়াং ফুড, মতিন স্পিনিং, স্কয়ার ফার্মা ও আলিফ ম্যানুফেকচারিং।

দাম বাড়ার শীর্ষ ১০টি কোম্পানি

আইএসএন, সোনালী লাইফ, মতিন স্পিনিং, ফু- ওয়াং সিরামিক, ইন্টারন্যাশনাল লিজিং, সোনালী পেপার, ইনডেক্স এগ্রো, রেনউইক যজ্ঞেশ্বর, বিকন ফার্মা ও অ্যাক্টিভ ফাইন।

দাম কমার শীর্ষ ১০টি কোম্পানি

অলটেক্স ইন্ডাস্ট্রিজ, দেশ গার্মেন্টস, ফার কেমিক্যাল, ফার্স্ট ফাইন্যান্স, তাল্লু স্পিনিং, প্রিমিয়ার লিজিং, নূরানী ডাইং, খান ব্রাদার্স পিপি, এমারেল্ড ওয়েল ও মেঘনা কনডেন্সড মিল্ক।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজারেও সূচক ও লেনদেন কমেছে। 

এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৭৪ দশমিক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৮৮১ দশমিক ৯২ পয়েন্টে।

বুধবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৩ দশমিক ৫১ শতাংশ বা ২ কোটি ৭৫ লাখ টাকা কমেছে।

মোট ৭৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৮১ কোটি ৫ লাখ টাকা।

সিএসইতে ৩০৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।