বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারে লেনদেন ৪ ঘণ্টা

করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর কঠোর লকডাউনের বর্ধিত সময়ে ব্যাংকের সময়ের সঙ্গে সমন্বয় করে এক ঘণ্টা বেশি সময় ধরে লেনদেন হবে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2021, 01:43 PM
Updated : 6 July 2021, 05:09 PM

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাংকের লেনদেনের সময় এক ঘণ্টা বেড়ে যাওয়ায় আগামী বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারেও বেশি সময় লেনদেন হবে।

বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, শেষ হবে বেলা ২টায়।

এছাড়া সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত প্রি-ওপেনিং সেশন থাকবে এবং দুপুর ২টার পরে ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

মঙ্গলবার ব্যাংক লেনদেনের নতুন সময় প্রকাশের পর বিএসইসির পক্ষ থেকে পুঁজিবাজারেও লেনদেনের সময় এক ঘণ্টা বাড়ানোর কথা সাংবাদিকদের জানানো হয়েছিল।

পরে লিখিত আদেশে লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়ানের কথা বলা হয়। এরপর আবার তা পরিবর্তন করে সময় এক ঘণ্টা বাড়ানোর কথা জানানো হয়।

করোনাভাইরাসের বিস্তার রোধে কঠোর লকডাউন শুরুর পর ১ জুলাই থেকে পুঁজিবাজারে তিন ঘণ্টা লেনদেন হচ্ছে।

সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় বিশেষজ্ঞদের সুপারিশে লকডাউনের মেয়াদ এক সপ্তাহ বাড়ানো হয়েছে।