সূচক কমলেও লেনদেন বেড়েছে

আগের দু’দিনের বড় উত্থানের পর দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে মঙ্গলবার সূচক কমলেও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2021, 01:07 PM
Updated : 6 July 2021, 01:07 PM

কঠোর লকডাউনের বিধিনিষেধ কার্যকর হওয়ার পর আগেরদিন সোমবার পুঁজিবাজারে প্রথম লেনদেনের দিনে সূচক বেড়ে ৪২ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়।

মঙ্গলবার চাঙ্গা বাজারে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান থেকে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিতে শুরু করলে সূচক কমে যায়। তবে শেয়ার কেনার চাহিদা থাকায় পতন ততটা তীব্র হয়নি এবং এই কারণে লেনদেনও বেড়েছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ২৩ দশমিক ৩৮ পয়েন্ট বা দশমিক ৩৭ শতাংশ কমে ৬ হাজার ১৯৬ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান করছে।

সূচক কমলেও এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১৫ দশমিক ৩৬ শতাংশ বা ১৪৩ কোটি ৫৯ লাখ টাকা বেড়েছে।

ঢাকায় এদিন ১ হাজার ৭৮৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ৫৫১ কোটি ৪৮ লাখ টাকা।

মঙ্গলবার দেশের প্রধান এই বাজারে লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪২টির এবং কমেছে ২২৪টির। অপরিবর্তিত রয়েছে ৮টির দর। শতকরা হিসাবে ৬০ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

এদিন আর্থিক প্রতিষ্ঠান ও জ্বালানি খাত ছাড়া প্রায় সব খাতের শেয়ারের দাম কমেছে।  

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর খাতের ৮৭ শতাংশ শেয়ারের দাম বেড়েছে। লেনদেন হয়েছে মোট লেনদেনের ৯ দশমিক ৪৫ শতাংশ।

এদিন বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৫০ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এই খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ৩ দশমিক ১৩ শতাংশ।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩২৪ দশমিক ৭৩ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৩ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২৯ দশমিক শূণ্য ৫ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি

বেক্সিমকো লিঃ, লংকাবাংলা ফাইন্যান্স, আমান ফিড, কেয়া কসমেটিকস, এমএল ডাইং, লাফার্জহোলসিম, আলিফ ম্যানুফেকচারিং, অ্যাপলো ইস্পাত, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও অলিম্পিক এক্সোসরিজ।

দাম বাড়ার শীর্ষ ১০টি কোম্পানি

সোনালী লাইফ, এফএএস ফইন্যান্স, আমান ফিড, অ্যাপলো ইস্পাত, প্রিমিয়ার লিজিং, ইউনিয়ন ক্যাপিটাল, ইউনাইটেড ফাইন্যান্স, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, নূরানী ডাইং ও জাহিন স্পিনিং।

দাম কমার শীর্ষ ১০টি কোম্পানি

মালেক স্পিনিং, সোনারগাঁ টেক্সটাইল, ঢাকা ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং, সোনালী পেপার, প্রগতি ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল, আর্গন ডেনিমস, জুট স্পিনিং ও অগ্রণী ইন্স্যুরেন্স।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজারেও লেনদেন বেড়েছে । 

এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৭৯ দশমিক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৯৫৬ দশমিক ২৫ পয়েন্টে।

মঙ্গলবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৫৪ দশমিক শূন্য ২ শতাংশ বা ২৮ কোটি ৪৩ লাখ টাকা কমেছে।

মোট ৮১ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৫২ কোটি ৬৩ লাখ টাকা।

সিএসইতে ৩১২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দর।