লকডাউনে ব্যাংক চালুর সংবাদে সূচকের উত্থানে সেঞ্চুরি

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউন শুরুর আগের দিন বুধবার সূচকে বড় উত্থান হলে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর বাজার মূলধনে রেকর্ড হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2021, 01:51 PM
Updated : 30 June 2021, 01:51 PM

লেনদেনকালীন সময়ে খবর আসে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউনে ব্যাংক খোলা থাকবে। এই সংবাদে বাংলাদেশের দুই পুঁজবাজারে লেনদেনে গতি আসে, যাতে বাড়তে থাকে সূচক।

দিন শেষে সূচকের উত্থান সেঞ্চুরি ছাড়িয়ে প্রায় ১০৮ পয়েন্টে গিয়ে থেমেছে।

অথচ সপ্তাহের প্রথম দিন রোববার কঠোর লকডাউন আসছে এমন খবরে পুঁজিবাজারের চিত্র ছিল ঠিক উল্টো। ওইদিন দরপতনে সেঞ্চুরি হয়েছিল। সেসময় কঠোর লকডাউনে ব্যাংক ও পুঁজিবাজার চালু থাকবে কিনা তা নিশ্চিত করা হয়নি।

বুধবার সরকার কঠোর লকডাউনে ব্যাংক খোলা থাকবে বলা জানায়। আর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলে আসছে, ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারেও লেনদেন হবে।

এই খবরই চাঙ্গা করে তোলে বিনিয়োগকারীদের। এতে করে গত সপ্তাহজুড়ে বাজারে লেনদেন বন্ধ হয়ে যাওয়ার যে আশঙ্কা ছিল তা দূর হলে শেয়ার কেনাবেচায় গতি আসে।

সপ্তাহের চতুর্থ দিন বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের থেকে ১০৭ দশমিক ৯৮ পয়েন্ট বা ১ দশমিক ৭৯ শতাংশ বেড়ে ৬ হাজার ১৫০ দশমিক ৪৮ পয়েন্টে অবস্থান করছে।

একদিনে সূচক বাড়ার হার প্রায় তিন মাসের মধ্যে বেশি। এর আগে এরচেয়ে বেশি হারে সূচক বেড়েছিল চলতি বছরের ৬ এপ্রিল। সেদিন সূচক বেড়েছিল ২ শতাংশ।

এদিন ডিএসইর বাজার মূলধন ৫ লাখ ১৪ হাজার ২৮২ কোটি টাকায় পৌঁছেছে যা প্রধান এই পুঁজিবাজারের ইতিহাসে সবচেয়ে বেশি।

সূচক বাড়ায় এদিন এই বাজারে লেনদেনও আগের দিনের তুলনায় ২২ দশমিক ৬৩ শতাংশ বা ২৫৯ কোটি ৮১ লাখ টাকা বেড়েছে।

ঢাকায় এদিন ১ হাজার ৪০৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ১৪৮ কোটি ৯ লাখ টাকা।

বুধবার বাংলাদেশের প্রধান পুঁজিবাজারে ৮৩ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

বুধবার এ বাজারে লেনদেন হয়েছে ৩৭১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৩০৭টির এবং কমেছে ৪১টির। অপরিবর্তিত রয়েছে ২৩টির দর।

এদিন প্রায় সব খাতরে শেয়ারের দাম বেড়েছে।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩১৪ দশমিক ৭৬ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ২২ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৮ দশমিক ৩৮ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি

স্কয়ার ফার্মা, বেক্সিমকো লিঃ, কেয়া কসমেটিকস, ডেল্টা লাইফ, সন্ধানী লাইফ, লাফার্জহোলসিম, ন্যাশনাল ফিড মিল, মালেক স্পিনিং, কুইন সাউথ টেক্সটাইল ও বিকন ফার্মা।

দাম বাড়ার শীর্ষ ১০টি কোম্পানি

নর্দান ইসলামি ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্সনুরেন্স, এসআলম কোল্ড রোল্ড, সন্ধানী লাইফ, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স ও জনতা ইন্স্যুরেন্স।

দাম কমার শীর্ষ ১০টি কোম্পানি

মুন্নু ফেব্রিকস, বিডি মনোস্পুল পেপার, উসমানিয়া গ্লাস, ফারইস্ট ফাইন্যান্স, জেনেক্স ইনফোসিস, রহিম টেক্সটাইল, হাক্কানী পাল্প, সোনারগাঁ টেক্সটাইল ও ডেসকো।   

এদিন চট্টগ্রামের বাজারেও সূচক ও লেনদেন বেড়েছে। 

এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৩২১ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৭৯৫ দশমিক শূন্য ৪ পয়েন্টে।

বুধবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৪৪ দশমিক ২১ শতাংশ বা ২৪ কোটি ১৭ লাখ টাকা বেড়েছে।

মোট ৭৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৫৪ কোটি ৬৬ লাখ টাকা।

সিএসইতে ৩১৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪৭টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর।

বৃহস্পতিবার ব্যাংক হলিডে থাকায় পুঁজিবাজারে লেনদেন হবে না।

কঠোর লকডাউনে সাপ্তাহিক বন্ধ শুক্র ও শনিবারের সঙ্গে রোববারও ব্যাংক বন্ধ থাকবে। তাই রোববারও পুঁজিবাজারে লেনদেন হবে না।

আগামী সোমবার থেকে দেশের পুঁজিবাজারে লেনদেন হবে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা।