সূচক বাড়লেও লেনদেনে পতন

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার সূচক বাড়লেও লেনদেন অনেক কমেছে দেশের দুই পুঁজবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2021, 02:44 PM
Updated : 28 June 2021, 02:44 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৩৩ দশমিক ৯২ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ বেড়ে ৬ হাজার ২৬ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করছে।

আগের দিন রোববার ১০০ পয়েন্টের বেশি সূচক কমেছিল ডিএসইতে, যা ছিল শতাংশের হিসাবে তিন মাসের সর্বোচ্চ পতন।

ডিএসইতে এদিন লেনদেন আগের দিনের তুলনায় ২৩ দশমিক ৬৬ শতাংশ বা ৪১১ কোটি ৬৯ লাখ টাকা কমেছে।

মোট ১ হাজার ৩২৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ৭৪০ কোটি ১৮ লাখ টাকা।

সোমবার এই বাজারে ৬২ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।     

লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৩১টির ও কমেছে ১০৮টির। অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।

এদিন বস্ত্র খাত ছাড়া বাকি প্রায় সব খাতের শেয়ারের দাম বেড়েছে।

এদিন ব্যাংক খাতে ৭১ শতাংশ, বীমায় ৫৪ শতাংশ ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতে ৭৪ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।

অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৭৭ শতাংশ, প্রকৌশল খাতের ৭১ শতাংশ এবং ওষুধ খাতের ৬৫ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।

তবে বস্ত্র খাতে তালিকাভুক্ত ৫৮টি কোম্পানির মধ্যে ৩৫টির শেয়ারের দাম কমেছে।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৪ দশমিক ৮১ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৮ দশমিক পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৭৬ দশমিক ৬৪ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিঃ, কুইন সাউথ টেক্সটাইল, মালেক স্পিনিং, ডাচ্‌-বাংলা ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, রিং শাইন টেক্সটাইল, জিবিবি পাওয়ার, আলিফ ম্যানুফেকচারিং ও   ড্রাগন সোয়েটার।

দাম বাড়ার শীর্ষ ১০টি কোম্পানি

সোনালী পেপার, ডেল্টা লাইফ, রূপালী লাইফ, প্রগ্রেসিভ লাইফ, অলিম্পিক এক্সেসরিজ, জিবিবি পাওয়ার, এটলাস বাংলাদেশ, ফু-ওয়াং সিরামিক, ন্যাশনাল টি ও স্টান্ডার্ড সিরামিক। 

দাম কমার শীর্ষ ১০টি কোম্পানি

সাফকো স্পিনিং, কুইন সাউথ টেক্সটাইল, মালেক স্পিনিং, ডাচ্-বাংলা ব্যাংক, প্রাইম টেক্সটাইল, কর্ণফূলী ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, আর্গন ডেনিমস ও ম্যাকসন্স স্পিনিং।  

অন্যদিকে অপর বাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৭৯ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪৩৯ দশমিক ৭৬ পয়েন্টে।

সোমবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৮১ দশমিক ৯৯ শতাংশ বা ১৭৫ কোটি ৫৩ লাখ টাকা কমেছে।

মোট ৩৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২১৪ কোটি ৮ লাখ টাকা।

সিএসইতে ৩১১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।