বন্ড ছাড়তে চায় দুই ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি ব্যাংক বন্ড ছেড়ে বাজার থেকে মূলধন সংগ্রহের অনুমতি চেয়েছে।  

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2021, 09:25 AM
Updated : 24 June 2021, 09:25 AM

এছাড়া সম্পদ ব্যবস্থাপনার সহযোগী কোম্পানি খোলার আগ্রহের কথা জানিয়েছে ব্যাংক বহির্ভূত একটি আর্থিক প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে কোম্পানিগুলোর পক্ষ থেকে।

ব্যাংক এশিয়া জানিয়েছে, তারা ৫০০ কোটি টাকার পার্পেচুয়াল বন্ড ছেড়ে মূলধন ভিত্তি শক্ত করতে চায়।

এর ৯০ শতাংশ তারা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি হবে। ১০ শতাংশ বিক্রি হবে আইপিওর মাধ্যমে।

আর পূবালী ব্যাংকও ৫০০ কোটি টাকার পার্পেচুয়াল বন্ড ছেড়ে মূলধন সংগ্রহের আবেদন করেছে।

এর মধ্যে ৪৫০ কোটি টাকার বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করে বাকি ৫০ কোটি টাকার বন্ড তারা আইপিওর মাধ্যমে বিক্রি করতে চায়।

এখন নিয়ন্ত্রক সংস্থা অনুমতি দিলে এ দুই ব্যাংক বন্ড ছাড়তে পারবে।

এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত বে লিজিং একটি সহযোগী সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান খুলতে চায়।

বে লিজিং এর পরিচালনা পর্ষদ বিএলআই অ্যাসেট ম্যানেজমেন্ট নামে এই নতুন কোম্পানি খোলার সিদ্ধান্ত নেওয়ার পর নিয়ন্ত্রক সংস্থার অনুমতি নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।