দুই মাসের মধ্যে বড় পতন ডিএসইতে

সপ্তাহের চতুর্থ দিন বুধবার বাংলাদেশের দুই পুঁজবাজারে বড় পতন হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2021, 11:19 AM
Updated : 23 June 2021, 11:19 AM

এদিন বেশির ভাগ শেয়ারের দাম কমায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৬৯ দশমিক ৮৯ পয়েন্ট বা ১ দশমিক ১৪ শতাংশ কমে ৬ হাজার ৩৫ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করছে।

একদিনে শতাংশের হিসাবে এমন পতন গত প্রায় দুই মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে এরচেয়ে বেশি পতন ছিল চলতি বছরের ২৭ এপ্রিল। সেদিন সূচক শতাংশের হিসাবে কমেছিল ১ দশমিক ১৬ শতাংশ।

বুধবার টানা দ্বিতীয় দিনের পতনে সূচকের সঙ্গে ডিএসইতে লেনদেনও কিছুটা কমেছে।

আগের দিনের থেকে দশমিক ৬২ শতাংশ বা ১২ কোটি ৪৭ লাখ টাকা কমে শেয়ার লেনদেন হয়েছে ২ হাজার ৩০ কোটি ৪ লাখ টাকার। আগের কর্মদিবসে যা ছিল ২ হাজার ১৭ কোটি ৫৭ লাখ টাকা।

এই বাজারে এদিন লেনদেন হয়েছে ৩৭২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট, যেগুলোর মধ্যে ৫৮ শতাংশের দাম কমেছে।

দিন শেষে দর বেড়েছে ১৩৩টির এবং কমেছে ২১৭টির। অপরিবর্তিত রয়েছে ২২টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৯৭ দশমিক ৩৯ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১৬ দশমিক ৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮৮ দশমিক ৮৩ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমলে সূচকেও বড় পতন হয়েছে।

এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৯৪ দশমিক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫৭০ দশমিক ৭৫ পয়েন্টে।

তবে বুধবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৩২ দশমিক ৯১ শতাংশ বা ৩৩ কোটি ৭৭ লাখ টাকা বেড়েছে।

মোট ১৩৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১০২ কোটি ৫৯ লাখ টাকা।

সিএসইতে ৩১৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর।

আরও পড়ুন