পাঁচ দিন পর ডিএসইতে দরপতন

বাজার মূলধনে রেকর্ডের পরদিন সূচক কমলে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে পাঁচদিন পর দরপতন হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2021, 12:09 PM
Updated : 22 June 2021, 12:09 PM

মঙ্গলবার বেশির ভাগ শেয়ারের দাম কমায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ১৯ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ কমে ৬ হাজার ১০৫ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করছে।

এর আগে টানা পাঁচদিনে ১১১ দশমিক ৭৯ পয়েন্ট সূচক বেড়েছে ডিএসইতে।

বাজার অনেকটা চাঙ্গা থাকায় সোমবার বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছিল। এতে ডিএসইর বাজার মূলধন বেড়ে ৫ লাখ ১৩ হাজার ৮৭ কোটি টাকায় পৌঁছায়, যা এই বাজারের ইতিহাসে সর্বোচ্চ।

মঙ্গলবার বেশির ভাগ শেয়ারের দাম কমে যাওয়ায় বাজার মূলধন ৫ লাখ ১২ হাজার ৪৬২ কোটি টাকায় নেমে যায়।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে লেনদেনও আগের দিনের তুলনায় ১ দশমিক ২৭ শতাংশ বা ২৫ কোটি ৯২ লাখ টাকা কমেছে।

ডিএসইতে ২ হাজার ১৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ২ হাজার ৪৩ কোটি ৪৮ লাখ টাকা।

মঙ্গলবার প্রধান এই পুঁজিবাজারে ৫৫ শতাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

এই বাজারে লেনদেন হয়েছে ৩৬৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির এবং কমেছে ২০৪টির। অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।

এদিন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বীমা খাতের শেয়ারের দাম কমেছে। সঙ্গে কমেছে প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি এবং ওষুধ খাতের শেয়ারদর।

তবে বেড়েছে বস্ত্র খাতের বেশির ভাগ শেয়ারের দাম। এই খাতে লেনদেনও অনেক বেড়েছে। মোট লেনদেনের ২৩ দশমিক ৪৬ শতাংশ ছিল এই খাতের শেয়ারের।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩০৪ দশমিক ৩০ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১৫ দশমিক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০৫ দশমিক ৭০ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স,  বেক্সিমকো লিঃ, ম্যাকসন্স স্পিনিং, ন্যাশনাল ফিড মিল, অরিয়ন ফার্মা, ড্রাগন সোয়েটার, কাট্টলি টেক্সটাইল, ডাচ্-বাংলা ব্যাংক,  প্যারামাউন্ট টেক্সটাইল ও ফরচুন সুজ।

দাম বাড়ার শীর্ষ ১০টি কোম্পানি মালেক স্পিনিং, স্কয়ার টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল, ম্যাকসন্স স্পিনিং, মেট্রো স্পিনিং, ড্রাগন সোয়েটার, আর্গন ডেনিমস, হাওয়া ওয়েল টেক্সটাইল, এনভয় টেক্সটাইল ও কাট্টলি টেক্সটাইল। 

দাম কমার শীর্ষ ১০টি কোম্পানি প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ, রিলায়েন্স ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, রূপালী ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, পূরবী জেঃ ইন্স্যুরেন্স ও দেশ জেঃ ইন্স্যুরেন্স।  

মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও সূচক বেড়েছে।

এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ২ দশমিক শূন্য ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৭৬৫ দশমিক ১৪ পয়েন্টে।

এদিন এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ২৯ দশমিক ২৬ শতাংশ বা ২৩ কোটি ২২ লাখ টাকা বেড়েছে।

মোট ১০২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৭৯ কোটি ৩৭ লাখ টাকা।

সিএসইতে ৩১৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।

আরও পড়ুন