নতুন নিয়মে আইপিওর শেয়ার বরাদ্দ

দেশের পুঁজিবাজারে নতুন নিয়মে আইপিওর শেয়ার বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2021, 03:01 PM
Updated : 21 June 2021, 03:01 PM

সোমবার প্রথমবারের মত সবাইকে তাদের আবেদনেরভিত্তিতে শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছ।

প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) শেয়ার বরাদ্দে নতুন এই নিয়ম চালু করায় এখন থেকে আর লটারি প্রথা থাকছে না।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার প্রো-রাটার ভিত্তিতে বন্টন করা হয়েছে।

এর আগে আইপিওর শেয়ার বিলি করার ক্ষেত্রে লটারি প্রথা বাদ দিয়ে নতুন নিয়ম চালু করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

এখন সাধারন বিনিয়োগকারীদের মধ্যে আইপিওতে যারা আবেদন করবেন, তারা সবাই শেয়ার পাবেন।    

এই নতুন নিয়েমে শেয়ার বিলি করা হয়েছে স্টক এক্সচেঞ্জের ইলেক্ট্রনিক সাবক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে।

সোমবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল মতিন পাটওয়ারী, প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো জিয়াউল করিম প্রমুখ।

বিএসইসির আদেশ অনুযায়ী ২০১০ সালে “পাবলিক ইস্যু রুলস ২০০৫” এর ভিত্তিতে ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) প্রথম প্রণয়ন করা হয়েছিল।

প্রাথমিকভাবে সফটওয়্যারটি দুবাইভিত্তিক একটি বিদেশি সংস্থা থেকে নেওয়া হয়। পরে ডিএসইর আইটি ডিভিশনের এমআইএস ডিপার্টমেন্টের নিজস্ব কর্মীবাহিনী এই সফটওয়্যারটি সংস্কার করে।

বিএসইসি’র নিয়মকানুন সংযোজনের মাধ্যমে স্বল্পতম সময়ে ৭-৮ বার সফটওয়্যারটি আপগ্রেড করা হয়েছে। এই সিস্টেমের মাধ্যমে ডিএসই ৫০টি কোম্পানির শেয়ার সফলভাবে সাবস্ক্রাইব করে।

আইপিও এর নতুন নিয়ম চালুর নির্দেশনার পর এটি আবার আপগ্রেড করা হয়।

গত ৮ জুন ২০২১ সালে বিএসইসি’র কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ নতুন আপগ্রেডেড ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের উদ্বোধন করেন।

আরও পড়ুন