বন্ড ছেড়ে হাজার কোটি টাকা তুলতে চায় আইএফআইসি ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক বন্ড ছেড়ে বাজার থেকে ১০০০ কোটি টাকা তুলতে চায়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2021, 10:14 AM
Updated : 20 June 2021, 10:14 AM

বেসরকারি খাতের ব্যাংকটি রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তাদের পরিচালনা পর্ষদের এই সিদ্ধান্ত জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি অনুমতি দিলে তারা টাকা তুলতে পারবে। এই টাকা তুলে আইএফআইসি ব্যাংক তাদের মূলধন বাড়াবে।

এ বিষয়ে ব্যাংকের সাধারণ শেয়ার হোল্ডারদের মতামত নিতে ২৬ অগাস্ট বিশেষ সভা ডাকা হয়েছে। বিশেষ সভার রেকর্ড ডেট এ বছর ১৩ জুলাই।

বন্ডের ১ হাজার কোটি টাকার মধ্যে ৯০০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টর মাধ্যমে বিক্রি করা হবে। আর ১০০ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করবে আইএফআইসি ব্যাংক।

সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট ও স্বায়ত্তশাসিত করপোরেশন এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কিনতে পারবে।

‘পারপেচুয়াল’ এই বন্ডের কোনো নির্দিষ্ট মেয়াদ থাকবে না।

বন্ড ছাড়ার খবরে কিছুটা দাম বেড়েছে আইএফআইসি ব্যাংকের শেয়ারের। গত বৃহস্পতিবার এ শেয়ার ১১ টাকা ৮০ পয়সায় লেনদেন হচ্ছিল। রোববার তা ১১ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।

২০১৮ সালে ১৬৪ কোটি ৯৫ লাখ টাকা মুনাফা করে আইএফআইসি বিনিয়োগকারীদের প্রতি ১০০ শেয়ারে নতুন ১০টি নতুন শেয়ার লভ্যাংশ দেয়।

২০১৯ সালে ২৮২ কোটি ৭৭ লাখ টাকা মুনাফা করে আইএফআইসি ব্যাংক। বিনিয়োগকারীদের প্রতি ১০০ শেয়ারে নতুন ১০টি নতুন শেয়ার লভ্যাংশ দেয়।

আর ২০২০ সালে ১১৩ কোটি ৩০ লাখ টাকা মুনাফা করেছে বিনিয়োগকারীদের প্রতি ১০০ শেয়ারে নতুন ৫টি নতুন শেয়ার লভ্যাংশ দিয়েছে আইএফআইসি ব্যাংক।

ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১৭০ কোটি ৮ লাখ ৬৭ হাজার ৫৬১টি। এর মধ্যে ৪ দশমিক ১১ শতাংশ আছে পরিচালকদের হাতে। সরকারের হাতে আছে ৩২ কোটি ৭৫ লাখ।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৩ দশমিক ৯৪ শতাংশ, বিদেশিদের হাতে দশমিক ৭২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৮ দশমিক ৪৮ শতাংশ শেয়ার আছে।

আইএফআইসি ব্যাংক বর্তমান বাজার মূলধন ২ হাজার ৭ কোটি টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ১ হাজার ৭০০ কোটি ৮৭ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ১ হাজার ৮১ কোটি ৫৩ লাখ টাকা।