শেষ হল বারাকা পতেঙ্গার আইপিও জমা

বাংলাদেশের পুঁজিবাজার থেকে ২২৫ কোটি টাকা টাকা তুলতে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য আবেদনের সময় বৃহস্পতিবার শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2021, 01:43 PM
Updated : 17 June 2021, 01:43 PM

বিনিয়োগকারীরা গত রোববার থেকে বারাকা পতেঙ্গা পাওয়ারের আবেদন শুরু করেন।

এবার সেসব বিনিয়োগকারীই আবেদন করতে পেরেছেন যাদের তালিকাভুক্ত শেয়ারে ২০ হাজার টাকার বিনিয়োগ ছিল। ৩ জুন যাদের বিও অ্যাকাউন্টে সমাপনী দরের হিসেবে ২০ হাজার টাকা বা তার অধিক টাকার শেয়ার কিনা ছিল তারাই বারাকা পতেঙ্গায় আবেদন করতে পেরেছেন।

একজন বিনিয়োগকারী সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকার শেয়ার কেনার জন্য আবেদন করতে পরেছেন।

মোট শেয়ারের চেয়ে বেশি আবেদন জমা হলে আনুপাতিক হারে সবাইকে শেয়ার দেওয়া হবে।

আইপিওর শেয়ার বন্টনে পুরনো লটারির নিয়ম বদলে নতুন নিয়ম চালু করা হয় চলতি বছরের এপ্রিল থেকে।

গত ৬ জানুয়ারি বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়ার অনুমতি দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-বিএসইসি।

গত ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি এই শেয়ারের নিলাম হয়। নিলামে বারাকা পতেঙ্গার শেয়ারের প্রান্তসীমা মূল্য হয়ে ছিল ৩২ টাকা।

বারাকা পতেঙ্গা পাওয়ার বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ২২৫ কোটি টাকা তুলবে।

এর মধ্যে ১৪৪ কোটি ৩৪ লাখ টাকা বারাকা পতেঙ্গা পাওয়ারের দুই সহযোগী কোম্পানি কর্ণফুলী পাওয়ার লিমিটেড এবং বারাকা শিকলাবাহা পাওয়ার লিমিটেডে বিনিয়োগ করা হবে।

বাকি টাকা থেকে দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ করা হবে এবং আইপিও খরচ বহন করা হবে।

বাংলাদেশের পুঁজিবাজারে ২০১১ সালে তালিকাভুক্ত বারাকা পাওয়ার লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড।

২০২০ সালের ৩০ জুনের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির মোট সম্পদের পরিমাণ ২ হাজার ৬৭ কোটি ৮৭ লাখ টাকা। ২০১৯-২০ অর্থ বছরে সম্মিলিতভাবে মুনাফা করেছে ৬৭ কোটি ৩৯ লাখ টাকা, যা আগের অর্থবছরের দ্বিগুণের বেশি।