সাফকো ও সালভোর দর স্বল্প সময়ে বেড়ে দ্বিগুণ

কোনো কারণ ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ারের দাম স্বল্প সময়ে ব্যাপক বেড়েছে; যেগুলোর মধ্যে সাফকো স্পিনিংয়ের দ্বিগুণের বেশি ও সালভো কেমিক্যালের শেয়ারদর প্রায় দ্বিগুণ হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2021, 10:52 AM
Updated : 16 June 2021, 10:52 AM

অপর কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডে (এআইএল) দর বেড়েছে প্রায় ৬৬ শতাংশ।

বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জিজ্ঞাসার জবাবে কোম্পানিগুলো শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো কারণ না থাকার কথা জানিয়েছে।

স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে।

সাফকো স্পিনিং

সাফকো স্পিনিংয়ের শেয়ারের দাম ৫৬ দিনে প্রায় ১১৩ শতাংশ বেড়েছে।

অস্বাভাবিক এই দর বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি।

ক্রমাগত দাম বাড়তে থাকায় মঙ্গলবার সাফকো স্পিনিং লিমিটেডের কাছে কারণ জানতে চেয়েছিল ডিএসই।

জবাবে কোম্পানিটি বলেছে, তাদের কাছে অপ্রকাশিত এমন কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই, যার প্রভাবে শেয়ারের দাম বাড়তে পারে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৯ এপ্রিল সাফকো স্পিনিংয়ের শেয়ারের দাম ছিল ৯ টাকা ৭০ পয়সা, যা এক প্রকার টানা বেড়ে মঙ্গলবার ২০ টাকা ৭০ পয়সায় উঠেছে।

অর্থাৎ, ৫৬ দিনে দাম বেড়েছে ৯ টাকা ৭০ পয়সা বা ১১৩ দশমিক ৪০ শতাংশ।

সালভো কেমিক্যাল

সালভো কেমিক্যালের শেয়ারের দাম ২৬ দিনে প্রায় ৯৫ শতাংশ বেড়েছে।

অস্বাভাবিক এই দর বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেনি ওষুধ খাতে তালিকাভুক্ত কোম্পানিটিও।

ক্রমাগত দাম বাড়তে থাকায় মঙ্গলবার কোম্পানিটির কাছে কারণ জানতে চেয়েছিল ডিএসই।

জবাবে ওই কোম্পানি বলেছে, তাদের কাছে অপ্রকাশিত এমন কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই, যার প্রভাবে শেয়ারের দাম বাড়তে পারে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০ মে সালভো কেমিক্যালের শেয়ারের দাম ছিল ১৩ টাকা, যা বাড়তে বাড়তে মঙ্গলবার ২৫ টাকা ৩০ পয়সায় উঠেছে।

অর্থাৎ, ২৬ দিনে দাম বেড়েছে ১২ টাকা বা ৯৪ দশমিক ৬২ শতাংশ।

আলিফ ইন্ডাস্ট্রিজ

আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ১৬ দিনে প্রায় ৬৬ শতাংশ বেড়েছে।

অস্বাভাবিক এই দর বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেনি বস্ত্র খাতে তালিকাভুক্ত এই কোম্পানি।

ক্রমাগত দাম বাড়তে থাকায় মঙ্গলবার ডিএসই কারণ জানতে চাইলে কোম্পানিটি বলেছে, তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৩১ মে আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ছিল ২২ টাকা ৯০ পয়সা, যা বাড়তে বাড়তে মঙ্গলবার ৩৮ টাকায় উঠেছে।

অর্থাৎ, ১৬ দিনে দাম বেড়েছে ১৫ টাকা বা ৬৫ দশমিক ৯৪ শতাংশ।

মূল সংবেদনশীল কোনো তথ্য ছাড়া কোনো শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়লে বিনিয়োগকারীদের ঝুঁকি বিবেচনায় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ কোম্পানির কাছে এই বিষয়ে ব্যাখ্যা চেয়ে থাকে।

গত কয়েকদিনে  আরও কয়েকটি কোম্পানির দাম এমন অস্বাভাবিক হারে বাড়তে দেখা গেছে।

এর মধ্যে মঙ্গলবার কপারটেক ও লুব রেফ কোম্পানি দর বাড়ার পেছনে কোনো কারণ নেই বলে জানিয়েছিল।