সূচক ও লেনদেন কমার দিনে ব্যতিক্রম বস্ত্র খাত

সূচক ও শেয়ার কেনাবেচার পরিমাণ কমার মধ্য দিয়ে দেশের দুই পুঁজিবাজারে সপ্তাহের লেনদেন শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2021, 11:41 AM
Updated : 13 June 2021, 11:41 AM

রোববার প্রথম দিনে সার্বিক দরপতনেও বড় খাতগুলোর মধ্যে অপেক্ষাকৃত ভালো অবস্থানে ছিল বস্ত্রখাত।

অন্যদিকে ব্যাংক ও বীমাসহ আর্থিক খাতের শেয়ারের দর হারানোর দিনে কম দামি ও দুর্বল মৌলভিত্তির শেয়ারের দাম বেড়েছে তুলনামূলক বেশি।

রোববার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৩০ দশমিক ৫৮ পয়েন্ট বা দশমিক ৫০ শতাংশ কমে ৬ হাজার ৩৬ দশমিক শূন্য ৫ পয়েন্টে অবস্থান করছে।

দেশের প্রধান এই পুঁজিবাজারে লেনদেনও আগের দিনের তুলনায় ২২ দশমিক ৪৯ শতাংশ বা ৬০০ কোটি ১৮ লাখ টাকা কমেছে।

এদিন ২ হাজার ৬৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ২ হাজার ৬৬৯ কোটি ২৬ লাখ টাকা।

রোববার ডিএসইতে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ৫২ শতাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম কমেছে।

এই বাজারে লেনদেন হয়েছে ৩৭২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির ও কমেছে ১৯২টির। অপরিবর্তিত রয়েছে ২১টির দর।

খাতওয়ারী লেনদেনে দেখা গেছে, এদিন ব্যাংক খাতের ৭১ শতাংশ শেয়ারের দাম কমেছে। তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ২২টির শেয়ারের দাম কমেছে।

দাম কমেছে বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতেও। ২৩টি কোম্পানির মধ্যে ১৫টির শেয়ারের দাম কমেছে, শতকরা হারে ৬৫ শতাংশ।

দরপতন থেকে বাদ যায়নি বীমা খাতের শেয়ারগুলোও। তালিকাভুক্ত ৫০টির মধ্যে ৩৩টির দাম কমেছে, কমার হার ৬৬ শতাংশ।

তবে আগের কয়েক দিনের ধারাবাহিকতায় রোববার বস্ত্র খাতের বেশির ভাগ কোম্পানির দাম বেড়েছে। এই খাতে তালিকাভুক্ত ৫৬টি কোম্পানির মধ্যে ৩২টির শেয়ারের দাম বেড়েছে, শতকরা হারে যা ৫৭ শতাংশ।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক শূন্য ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৯৩ দশমিক ৪৩ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১২ দশমিক ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯২ দশমিক ৫৭ পয়েন্টে।

সূচক কমেছে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৫৬ দশমিক ৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫২৮ দশমিক ৩৮ পয়েন্টে।

রোববার লেনদেনও আগের দিনের তুলনায় ২১ দশমিক ৪৮ শতাংশ বা ২৪ কোটি ৬৩ লাখ টাকা কমেছে।

এই বাজারে ৯০ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১১৪ কোটি ৬৪ লাখ টাকা।

সিএসইতে ৩২২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর।