চাঙ্গা পুঁজিবাজারে লেনদেনও বেড়েছে

সপ্তাহের চতুর্থ দিন বুধবার বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2021, 11:39 AM
Updated : 9 June 2021, 11:39 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৩১ দশমিক ৮৯ পয়েন্ট বা দশমিক ৫৩ শতাংশ বেড়ে ৬ হাজার ৫৫ দশমিক শূন্য ৫ পয়েন্টে অবস্থান করছে।

দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে এদিন লেনদেন আগের দিনের তুলনায় ৩০ দশমিক ৭৩ শতাংশ বা ৬৩৪ কোটি ৭৯ লাখ টাকা বেড়েছে।

ঢাকায় ২ হাজার ৭০০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ২ হাজার ৬৫ কোটি ৭৬ লাখ টাকা।

এই লেনদেন গত সাড়ে ১০ বছরের মধ্যে বেশি। এর আগে এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল ২০১০ সালের ৬ ডিসেম্বর।

সেদিন ডিএসইতে লেনদেন ছিল ২ হাজার ৭১০ কোটি ৬২ লাখ টাকা।

বুধবার ডিএসইতে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ৫৬ শতাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে।

এই বাজারে লেনদেন হয়েছে ৩৬৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২০৮টির ও কমেছে ১২৪টির। অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।

বুধবার বেশিরভাগ ব্যাংকের শেয়ারের দাম কমেছে। তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ১৭টির শেয়ারের দাম কমেছে।

অন্যদিকে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের ২৩টির মধ্যে ১৪টির শেয়ারের দাম বেড়েছে, শতকরা হারে ৬৫ শতাংশ।

দাম বেড়েছে বীমা খাতের শেয়ারেরও। তালিকাভুক্ত ৫০টির মধ্যে ২৮টির দাম বেড়েছে।

এদিন বস্ত্র খাতেও ছিল ঊর্ধ্বমুখী ধারা। এই খাতের তালিকাভুক্ত ৫৬টি কোম্পানির মধ্যে ৪১টির শেয়ারের দাম বেড়েছে, শতকরা হারে বেড়েছে ৭৩ শতাংশ।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৬ দশমিক ২৫ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৬ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০২ দশমিক ৬৩ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৮৪ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫১৫ দশমিক ৫৫ পয়েন্টে।

ডিএসইতে বাড়লেও সিএসইতে বুধবার লেনদেন আগের দিনের তুলনায় ১০ দশমিক ৭৮ শতাংশ বা ৯ কোটি ২৪ লাখ টাকা কমেছে।

এই বাজারে মোট ৭৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৮৫ কোটি ৭৭ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ৩০৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮২টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।