পুঁজিবাজার: ঢাকার সূচক বেড়ে ফের ৬ হাজারের উপরে

বড় ধসের পরদিন বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2021, 10:53 AM
Updated : 8 June 2021, 10:53 AM

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৭ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ বেড়ে ৬ হাজার ২৩ দশমিক ১৫ পয়েন্ট হয়েছে।

শতাংশের হিসাবে এটা গত ৮ কর্মদিবসের মধ্যে সবচেয়ে বড় উত্থান। এর আগে ২৭ মে ঢাকার প্রধান সূচক ১ দশমিক ৭২ শতাংশ বেড়েছিল।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই মঙ্গলবার ১১৪ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৪৩১ পয়েন্ট হয়েছে।

আগের দিন ডিএসইএক্স ৬২ দশমিক ৪০ পয়েন্ট এবং সিএএসপিআই ১৯১ দশমিক ২৬ পয়েন্ট কমে গিয়েছিল।

সূচক বাড়লেও ডিএসইতে মঙ্গলবার লেনদেন কমেছে ১৭ কোটি ৫২ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় দশমিক ৮৪ শতাংশ।

এ বাজারে ২ হাজার ৬৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, সোমবার হাতবদল হয়েছিল ২ হাজার ৮৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে এদিন ৪৯ শতাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে।

লেনদেন হওয়া ৩৬৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১৮১টির দর বেড়েছে, ১৪৫টির কমেছে এবং ৪৩টির দর অপরিবর্তিত রয়েছে।

ব্যাংক খাতের ৬১ শতাংশ শেয়ারের দাম বেড়েছে এদিন। তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ১৯টির শেয়ারের দাম বেড়েছে।

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর খাতের ২৩টি কোম্পানির মধ্যে ১৪টির, অর্থাৎ ৬১ শতাংশের শেয়ারের দাম বেড়েছে।

বীমা খাতে ৯৮ শতাংশ শেয়ারের দাম বেড়েছে। তালিকাভুক্ত ৫০টির মধ্যে ৪৯টির লেনদেন হয়েছে আগের দিনের চেয়ে বেশি দামে।

বস্ত্র খাতে তালিকাভুক্ত ৫৬টি কোম্পানির মধ্যে ৩০টির শেয়ারের দাম বেড়েছে, শতকরা হারে বেড়েছে ৫৪ শতাংশের দাম।

সিএসইতে মঙ্গলবার ৮৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪০ শতাংশ কম।

এ বাজারে লেনদেন হওয়া ৩০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১৪৮টির দর বেড়েছে, ১১১টির কমেছে এবং ৪১টির দর অপরিবর্তিত রয়েছে।