ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর দাম কমেছে ২৮ কোম্পানির

বাংলাদেশের পুঁজিবাজারে ফ্লোর প্রাইস তুলে দেওয়া নতুন ৩০ কোম্পানির মধ্যে সোমবার পর্যন্ত লেনদেনে ২৮ কোম্পানির শেয়ারের দাম কমেছে; বেড়েছে দুটির।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2021, 04:30 AM
Updated : 8 June 2021, 04:42 AM

গত বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণার মধ্যে নতুন করে ৩০ কোম্পানির ফ্লোর প্রাইস তুলে দেয় নিয়ন্ত্রক সংস্থা। এই নিয়ে আগের ৬৬টিসহ মোট ৯৬ কোম্পানির ফ্লোর প্রাইস তুলে দিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

নতুন ৩০ কোম্পানির ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরে দুই দিন লেনদেন হয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

সেখানে দেখা গেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ সীমা পর্যন্ত কমেছে। তবে ব্যতিক্রম ছিল এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবং এপেক্স ট্যানারি লিমিটেড। এই দুই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আতঙ্কের মধ্যে টানা দরপতন ঠেকাতে বাংলাদেশের পুঁজিবাজারে শেয়ারের সর্বনিম্ন দর বা ফ্লোর প্রাইস বেঁধে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল গত বছরের ১৯ মার্চ।

১৯ মার্চের আগের পাঁচ দিন প্রতিটি কোম্পানির শেয়ারের ক্লোজিং প্রাইসের গড় হয় ওই কোম্পানির শেয়ারের ফ্লোর প্রাইস।

এর প্রায় ১১ মাস পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে ফ্লোর প্রাইস সাধারণভাবে বহাল রেখে বোনাস বা রাইট শেয়ার ঘোষণার পর সংশ্লিষ্ট কোম্পানির ফ্লোর প্রাইস পরিবর্তন আনার সিদ্ধান্ত নয়ে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

এর পর চলতি বছরের ৮ এপ্রিল থেকে ৬৬ কোম্পানির ফ্লোর প্রাইস পুরোপুরি তুলে দেয় নিয়ন্ত্রক সংস্থা।

বড় পতনের আশংকায় ১০ এপ্রিল নিয়ন্ত্রক সংস্থা নতুন নিয়ম করে বলে, ফ্লোর প্রাইস তুলে দেওয়া কোম্পানির শেয়ারের দাম দিনে সর্বোচ্চ ২ শতাংশ কমতে পারবে। বাড়তে পারবে ১০ শতাংশ।

নতুন যেসব কোম্পানির দাম বেড়েছে-কমেছে

রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানির ফ্লোর প্রাইস ছিল ৯০০ টাকা দুই দিনে ৩৫ টাকা ৬০ পয়সা কমেছে। কমে হয়েছে ৮৬৪ টাকা ৪০ পয়সা।

মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের ফ্লোর প্রাইস ছিল ৭৯৪ টাকা ৮০ পয়সা দুই দিনে ৩১ টাকা ৪০ পয়সা কমেছে। কমে হয়েছে ৭৬৩ টাকা ৪০ পয়সা।

বাটা সু কোম্পানির কোম্পানির ফ্লোর প্রাইস ছিল ৬৯৩ টাকা ২০ পয়সা দুই দিনে ২৭ টাকা ৩০ পয়সা কমেছে। কমে হয়েছে ৬৬৫ টাকা ৯০ পয়সা।

কহিনুর ক্যামিকেলের ফ্লোর প্রাইস ছিল ৪৭২ টাকা ৮০ পয়সা দুই দিনে ১৮ টাকা ৬০ পয়সা কমেছে। কমে হয়েছে ৪৫৪ টাকা ২০ পয়সা।

নর্দান জুটের ফ্লোর প্রাইস ছিল ৩২৪ টাকা ৯০ পয়সা দুই দিনে ১২ টাকা ৮০ পয়সা কমেছে। কমে হয়েছে ৩১২ টাকা ১০ পয়সা।

স্ট্যান্ডার্ড সিরামিকের ফ্লোর প্রাইস ছিল ৩০৭ টাকা ৯০ পয়সা দুই দিনে ১২ টাকা ১০ পয়সা কমেছে। কমে হয়েছে ২৯৫ টাকা ৮০ পয়সা।

ওয়াটা কেমিক্যাল লিমিটেডের ফ্লোর প্রাইস ছিল ৩০৬ টাকা ৮০ পয়সা দুই দিনে ১২ টাকা ১০ পয়সা কমেছে। কমে হয়েছে ২৯৪ টাকা ৭০ পয়সা।

সোনালী পেপারের ফ্লোর প্রাইস ছিল ২৭৩ টাকা দুই দিনে ১০ টাকা ৭০ পয়সা কমেছে। কমে হয়েছে ২৬২ টাকা ৩০ পয়সা।

এপেক্স ফুটওয়্যারের ফ্লোর প্রাইস ছিল ২১৯ টাকা ৩০ পয়সা দুই দিনে ২ টাকা ৭০ পয়সা বেড়েছে। বেড়ে হয়েছে ২২২ টাকা।

কে অ্যান্ড কিউ লিমিটেডের ফ্লোর প্রাইস ছিল ২০৭ টাকা ৪০ পয়সা দুই দিনে ৮ টাকা ১০ পয়সা কমেছে। কমে হয়েছে ১৯৯ টাকা ৩০ পয়সা।

বাংলাদেশ অটোকারে ফ্লোর প্রাইস ছিল ১৪৭ টাকা ৩০ পয়সা দুই দিনে ৫ টাকা ৭০ পয়সা কমেছে। কমে হয়েছে ১৪১ টাকা ৬০ পয়সা।

স্টাইল ক্রাফটের ফ্লোর প্রাইস ছিল ১৪৬ টাকা ৩০ পয়সা দুই দিনে ৫ টাকা ৭০ পয়সা কমেছে। কমে হয়েছে ১৪০ টাকা ৬০ পয়সা।

জেমিনি সি ফুডসের ফ্লোর প্রাইস ছিল ১৪৪ টাকা ৩০ পয়সা দুই দিনে ৫ টাকা ২০ পয়সা কমেছে। কমে হয়েছে ১৩৯ টাকা ১০ পয়সা।

ইস্টার্ন ক্যাবলসের ফ্লোর প্রাইস ছিল ১৪০ টাকা ১০ পয়সা দুই দিনে ৫ টাকা ৫০ পয়সা কমেছে। কমে হয়েছে ১৩৪ টাকা ৬০ পয়সা।

এপেক্স স্পিনিং এর ফ্লোর প্রাইস ছিল ১৩০ টাকা ৭০ পয়সা দুই দিনে ৫ টাকা ১০ পয়সা কমেছে। কমে হয়েছে ১২৫ টাকা ৬০ পয়সা।

মুন্নু সিরামিক এর ফ্লোর প্রাইস ছিল ১২৬ টাকা ৮০ পয়সা দুই দিনে ৪ টাকা ৯০ পয়সা কমেছে। কমে হয়েছে ১২১ টাকা ৯০ পয়সা।

বঙ্গজ লিমিটেড এর ফ্লোর প্রাইস ছিল ১১৬ টাকা ৯০ পয়সা দুই দিনে ৪ টাকা ৫০ পয়সা কমেছে। কমে হয়েছে ১১২ টাকা ৪০ পয়সা।

সিভিও পেট্রোক্যামিকেল এর ফ্লোর প্রাইস ছিল ১১৫ টাকা ৪০ পয়সা দুই দিনে ৪ টাকা ৫০ পয়সা কমেছে। কমে হয়েছে ১১০ টাকা ৯০ পয়সা।

এটলাস বাংলাদেশ এর ফ্লোর প্রাইস ছিল ১০৯ টাকা ৪০ পয়সা দুই দিনে ৪ টাকা ৩০ পয়সা কমেছে। কমে হয়েছে ১০৭ টাকা ১০ পয়সা।

এপেক্স ট্যানারির ফ্লোর প্রাইস ছিল ১০৬ টাকা ৯০ পয়সা দুই দিনে ১ টাকা ৫০ পয়সা বেড়েছে। বেড়ে হয়েছে ১০৮ টাকা ৪০ পয়সা।

সমতা লেদার এর ফ্লোর প্রাইস ছিল ১০৬ টাকা ৯০ পয়সা দুই দিনে ২ টাকা ১০ পয়সা কমেছে। কমে হয়েছে ১০৪ টাকা ৮০ পয়সা।

ন্যাশনাল টিউবস এর ফ্লোর প্রাইস ছিল ১০৩ টাকা ১০ পয়সা দুই দিনে ৪ টাকা কমেছে। কমে হয়েছে ৯৯ টাকা ১০ পয়সা।

আজিজ পাইপ এর ফ্লোর প্রাইস ছিল ৯৭ টাকা ৫০ পয়সা দুই দিনে ৩ টাকা ৮০ পয়সা কমেছে। কমে হয়েছে ৯৩ টাকা ৭০ পয়সা।

সি পার্ল বীচ এর ফ্লোর প্রাইস ছিল ৭৯ টাকা ১০ পয়সা দুই দিনে ৩ টাকা কমেছে। কমে হয়েছে ৭৬ টাকা ১০ পয়সা।

হাক্কানি পাল্প এর ফ্লোর প্রাইস ছিল ৭৪ টাকা দুই দিনে ২ টাকা ৮০ পয়সা কমেছে। কমে হয়েছে ৭১ টাকা ২০ পয়সা।

ওরিয়ন ইনফিউশন এর ফ্লোর প্রাইস ছিল ৭২ টাকা ১০ পয়সা দুই দিনে ২ টাকা ৮০ পয়সা কমেছে। কমে হয়েছে ৬৯ টাকা ৩০ পয়সা।

লিগেসি ফুট ফুটওয়ারের এর ফ্লোর প্রাইস ছিল ৬২ টাকা ৯০ পয়সা দুই দিনে ২ টাকা ৪০ পয়সা কমেছে। কমে হয়েছে ৬০ টাকা ৫০ পয়সা।

এসকে ট্রিম এর ফ্লোর প্রাইস ছিল ৬২ টাকা ২০ পয়সা দুই দিনে ১ টাকা ৭০ পয়সা কমেছে। কমে হয়েছে ৫৮ টাকা ৮০ পয়সা।

ন্যাশনাল পলিমার এর ফ্লোর প্রাইস ছিল ৫৬ টাকা ৬০ পয়সা দুই দিনে ২ টাকা ২০ পয়সা কমেছে। কমে হয়েছে ৫৪ টাকা ৪০ পয়সা।

ড্যাফোডিল কম্পিউটারস এর ফ্লোর প্রাইস ছিল ৫৩ টাকা ৪০ পয়সা দুই দিনে ৩০ পয়সা কমেছে। কমে হয়েছে ৫৩ টাকা ১০ পয়সা।

আরও পড়ুন