৩৫৬ কোটি টাকার সরকারি কাজ পেয়েছে বেক্সিমকো

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড ৩৫৬ কোটি ৫০ লাখ টাকার সরকারি কাজ পেয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2021, 07:51 PM
Updated : 7 June 2021, 07:51 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে, যেখানে সরকারের কোন কোন দপ্তরে কোম্পানিটির প্রযুক্তি বিভাগ সেবা সরবরাহ করবে তা তুলে ধরা হয়েছে।

দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর চিঠির জবাবে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড বলে ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

বেক্সিমকো জানিয়েছে, তাদের আইটি বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ে সফটওয়্যার সেবা দিতে সাড়ে ৪৭ কোটি টাকার কাজ পেয়েছে।

এই মন্ত্রণালয়কে কোম্পানিটি প্রকল্প ব্যবস্থাপনার সফটওয়্যার তৈরি করে দেবে।

এই কাজে বেক্সিমকোর সঙ্গে সহযোগী হিসেবে থাকবে দোহা টেক নিউ মিডিয়া ও ডটগভ সলুউশন ইউএসএ।   

এছাড়া বেক্সিমকো লিমিটেড খাদ্য অধিদপ্তরকেও প্রযুক্তিভিত্তিক সেবা দিতে ২৬১ কোটি টাকার কাজ পেয়েছে।

সেখানে তারা অনলাইন বাজার ব্যবস্থাপনার উপর সফটওয়্যার তৈরি করে দেবে। এই প্রকল্পের অর্থায়ন করবে সরকার।

বেক্সিমকো যৌথভাবে টেক মাহিন্দ্রা ইন্ডিয়া ও বাংলাদেশের টেক ভ্যালির সঙ্গে মিলে কাজটি সেবা দেবে। 

এছাড়া আরো দুটি কাজ থেকে বেক্সিমকো লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো কম্পিউটারস ৪৮ কোটি টাকা আয় করবে।

এর মধ্যে একটি কাজ বেক্সিমকো কম্পিউটারস পেয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) কাছ থেকে।

অপরটি পেয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব এডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইএম) এর কাছ থেকে।