দুই মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি থেকে সরছে আইসিবি

মিউচুয়াল ফান্ড খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে দুই ফান্ডের ‘ট্রাস্টি’ হিসেবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2021, 03:39 PM
Updated : 7 June 2021, 03:39 PM

সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, বিনিয়োগকারীদের স্বার্থে কমিশন নতুন ট্রাস্টি ঠিক করে দেবে।

এই দুটি বে-ময়োদি মিউচুয়াল ফান্ড হচ্ছে আইসিবি এএমসিএল ইউনিট ফান্ড ও বাংলাদেশ ফান্ড।

এই দুই ফান্ডেরই সম্পদ ব্যবস্থাপক হিসেবে আছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, যেটি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ সংস্থা আইসিবির আরেকটি সহযোগী প্রতিষ্ঠান।

সহযোগী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় থাকা একটি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি হিসেবে থাকলে সেখানে স্বচ্ছতা থাকে না বলে এমন পদক্ষেপ নেওয়ার কথা বলেছে বিএসইসি।