দেড় মাসের মধ্যে বড় পতন ডিএসইতে

সপ্তাহের দ্বিতীয় দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2021, 09:42 AM
Updated : 7 June 2021, 10:25 AM

২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণার পর এটা ছিল পুঁজিবাজারে দ্বিতীয় লেনদেন।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৬২ দশমিক ৪০ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৩ শতাংশ কমে ৫ হাজার ৯৭৫ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করছে।

শতাংশের হিসাবে এটা গত দেড় মাসের মধ্যে বড় পতন। এর আগে এরচেয়ে বেশি ১ দশমিক ১৫ শতাংশ সূচক পতন হয়েছিল চলতি বছরের ২৭ এপ্রিল।

সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে লেনদেনও আগের দিনের তুলনায় ২৮ দশমিক ১৩ শতাংশ বা ৫৮৬ কোটি ১১ লাখ টাকা কমেছে।

এদিন দুই হাজার ৮৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল দুই হাজার ৬৬৯ কোটি ৩৯ লাখ টাকা।

৬৬ শতাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডেরই দাম কমেছে।

সোমবার এ বাজারে লেনদেন হয়েছে ৩৬৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির এবং কমেছে ২৪২টির। অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৮৯ দশমিক ৪৩ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ২৭ দশমিক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৫ দশমিক ১২ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ব্যাংক খাতের ৮৪ শতাংশ শেয়ারের দাম কমেছে। তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ২৬টির শেয়ারের দাম কমেছে।

তবে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে। এই খাতের ২৩টি কোম্পানির মধ্যে ৯টির দাম বেড়েছে এবং পাঁচটির কমেছে। বাকিগুলোর দাম ছিল অপরিবর্তিত।

এদিন বীমা খাতেও ৭২ শতাংশ শেয়ারের দাম কমেছে। তালিকাভুক্ত ৫০টির মধ্যে ৩৬টির দাম কমেছে।

দর কমেছে বস্ত্র খাতের শেয়ারেও। এই খাতে তালিকাভুক্ত ৫৬টি কোম্পানির মধ্যে ৩৪টির শেয়ারের দাম কমেছে, শতকরা হারে বেড়েছে ৬১ শতাংশ।

ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি

বেক্সিমকো লিঃ, লংকাবাংলা ফাইন্যান্স, ফরচুন সুজ, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ার, লুব-রেফ, ইফাদ অটোস, সোনার বাংলা ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল ও  রিং সাইন টেক্সটাইল। 

দাম বাড়ার শীর্ষ ১০টি কোম্পানি

ন্যাশনাল হাউজিং, দেশ গার্মেন্টস, লুব-রেফ, স্যালভো ক্যামিকেল, ফরচুন সুজ, আমান ফিড, আমান কটন, রিং সাইন টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং ও কপারটেক ইন্ডাস্ট্রিজ। 

দাম কমার শীর্ষ ১০টি কোম্পানি

ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, এক্সিম ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, বেক্সিমকো লিঃ, সিএপিএম আইবিবিএল মিঃ ফাঃ, বিডি থাই, শাইনপুকুর সিরামিক্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক ও রানার অটোমোবাইল।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৯১ দশমিক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৩১৫ দশমিক ৭৭ পয়েন্টে।

সিএসইতেও সোমবার লেনদেন আগের দিনের তুলনায় ৪৩ শতাংশ বা ৬৯ কোটি ১৮ লাখ টাকা কমেছে।

এই বাজারে ৯০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১৫৯ কোটি ৮৫ লাখ টাকা।

সিএসইতে ৩০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।