৮০০ কোটি টাকার বন্ড ছাড়তে চায় ইসলামী ব্যাংক

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি রোববার লভ্যাংশ ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়ন এবং বন্ড ইস্যুর খবর দিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2021, 02:20 PM
Updated : 6 June 2021, 02:20 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিগুলোর তথ্য প্রকাশ করা হয়েছে।

ইসলামী ব্যাংক

বেসরকারি খাতের ইসলামী ব্যাংক ৮০০ কোটি টাকার বন্ড ছেড়ে মূলধন শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে।

এখন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে ব্যাংকটি বন্ড ছাড়ার প্রক্রিয়া শুরু করবে।

৮০০ কোটির মধ্যে ৭২০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করা হবে।

বাকি ৮০ কোটি টাকার বন্ড সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার সিদ্ধান্ত জানিয়েছে ব্যাংকটি।

ফিনিক্স ইন্স্যুরেন্স

ফিনিক্স ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারশি করেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ অর্থবছরের জন্য এই লভ্যাংশ প্রস্তাব করেছে।

আগামী ১১ অগাস্ট সাধারণ সভায় এবারের লভ্যাংশের অনুমোদন নিতে হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক করা হয়েছে ৩০ জুন।

সেখানে অনুমোদন পেলে ফিনিক্স ইন্স্যুরেন্স ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ১ টাকা ৫০ পয়সা করে পাবেন।

জিপিএইচ ইস্পাত

স্থায়ী সম্পদ পুনর্মূল্যায়নের পর পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাতের সম্পদের মূল্য বেড়েছে ৪৩৩ কোটি ৪ লাখ টাকা বা ১১২ শতাংশ।

পুনর্মূল্যায়নের এই কাজ করেছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম আহমেদ জাকির অ্যান্ড কোম্পানি।

পুনর্মূল্যায়নের আগে কোম্পানিটির স্থায়ী সম্পদের মূল্য ছিল ৩৮৫ কোটি ১৬ লাখ ৭৭ হাজার ৫৫৮ টাকা।

পরে স্থায়ী সম্পদের মূল্য বেড়ে হয়েছে ৮১৮ কোটি ২০ লাখ ৬০ হাজার ৬৬৩ টাকা।

জিপিএইচ ইস্পাত জানিয়েছে, আন্তর্জাতিক মান বজায় রেখে সম্পদের পুনর্মূল্যায়ন করা হয়েছে।

সম্পদ পুনর্মূল্যায়ন পরে তাদের নিট সম্পদ বেড়ে হয়েছে ১ হাজার ১৭২ কোটি ৪২ লাখ টাকা।

তাদের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বেড়ে দাঁড়িয়েছে ২৯ টাকা ৫২ পয়সা।