নতুন কোম্পানিতে বিনিয়োগ করছে জেনেক্স ইনফোসিস

পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস নতুন ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2021, 01:56 PM
Updated : 27 May 2021, 01:56 PM
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে নতুন একটি কোম্পানিতে বিনিয়োগের কথা জানিয়েছে জেনেক্স ইনফোসিস।

আইটি খাতের কোম্পানিটি জানিয়েছে, তারা জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড নামে একটি নতুন কোম্পানিতে বিনিয়োগ করবে, যেটির

৭৫ শতাংশের মালিকানা থাকবে তাদের।

জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারের পরিশোধিত মূলধন হবে এক কোটি টাকা।

এটি টেলিকম খাতে অবকাঠামোগত সেবা দেবে।

এছাড়া জেনেক্স ইনফোসিস চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে আগের বছরের তুলনায় বেশি মুনাফা করেছে।

কোম্পানিটি জানিয়েছে, জানুয়ারি-মার্চ তৃতীয় প্রান্তিকে প্রতি শেয়ারে ১ টাকা ১৬ পয়সা মুনাফা করেছে, যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ১১ পয়সা।

সবমিলিয়ে নয় মাসে তারা প্রতি শেয়ারে ৩ টাকা ৬ পয়সা মুনাফা করেছে। আগের বছর এই সময় যা ছিল ৩ টাকা ১ পয়সা।

এসব খবরে জেনেক্স ইনফোসিসের শেয়ারের দাম বেশ বেড়েছে। মঙ্গলবার ঢাকার পুঁজিবাজারে শেয়ারটি ৮৩ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়; বৃহস্পতিবার তা বেড়ে ৯১ টাকা ৩০ পয়সা হয়েছে।

২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।

২০১৯ অর্থবছরে কোম্পানিটি ১৯ কোটি ৫৬ লাখ টাকা মুনাফা দেখিয়েছিল; লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ৫০ পয়সা এবং প্রতি ১০০ শেয়ারে ১৫টি নতুন শেয়ার।

২০২০ অর্থবছরে ৩২ কোটি ৬ লাখ টাকা মুনাফা দেখিয়েছিল; লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ১ টাকা এবং প্রতি ১০০ শেয়ারে ১০টি নতুন শেয়ার।

পুঁজিবাজারে এই কোম্পানির ১০ কোটি ৩২ লাখ ২৪ হাজার শেয়ার আছে। এর মধ্যে ৩৪ দশমিক ৯৯ শতাংশ আছে পরিচালকদের হাতে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ২৬ দশমিক ৫৫ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৮ দশমিক ৪৬ শতাংশ শেয়ার।

জেনেক্স ইনফোসিসের বর্তমান বাজার মূলধন ৮৬৬ কোটি ৫ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ১০৩ কোটি ২২ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৬১ কোটি টাকা।