বেক্সিমকোর দুই ডিবেঞ্চারের বিনিয়োগ ফেরত দেওয়ার উদ্যোগ

বাংলাদেশের পুঁজিবাজারে দুটি ডিবেঞ্চারের বিনিয়োগকারীরা তাদের আটকে থাকা টাকা ফেরত পেতে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2021, 12:42 PM
Updated : 27 May 2021, 01:31 PM
এজন্য ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) উদ্যোগ নিয়েছে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে।

বেক্সিমকোর আইবিএক্সডেনিম ও আইবিএক্সটেক্স ডিবেঞ্চারধারীদের কাগজসহ আইসিবির উপমহাব্যবস্থাপক ও ট্রাস্টি কমিটির সদস্য গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

আইবিএক্সডেনিম বাজারে ছাড়া হয় ১৯৯৫ সালে, সুদের হার ছিল ১৪ শতাংশ। বাংলাদেশের পুঁজিবাজারে ১ লাখ ২০ হাজার আইবিএক্সডেনিম ডিবেঞ্চার আছে।

একই সময়, একই সুদের হারে বাজারে ছাড়া আইবিএক্সটেক্স ডিবেঞ্চার আছে ৯৬ হাজার।

ডিবেঞ্চারগুলো বন্ডের মতই, যার মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে থাকেন। তবে ডিবেঞ্চারের সুদহার বন্ড থেকে বেশি হয়; ঝুঁকিও বেশি।

বাংলাদেশের পুঁজিবাজারে আটটি ডিবেঞ্চার আছে, যার চারটি ছেড়েছিল বেক্সিমকো।

এসব ডিবেঞ্চারে যেসব বিনিয়োগকারী টাকা বিনিয়োগ করেছিলেন, তারা ডিবেঞ্চার বিক্রি করতেও পারছিলেন না, আবার সুদও পাচ্ছিলেন না।

এখন এই দুটির টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হল।