আর্থিক খাতে ভর করে পুঁজিবাজারে চাঙ্গাভাব

আর্থিক খাতে ভর করে সপ্তাহের তৃতীয় দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক এবং লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2021, 01:33 PM
Updated : 25 May 2021, 01:33 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪১ দশমিক ৮৮ পয়েন্ট বা দশমিক ৭২ শতাংশ বেড়ে ৫ হাজার ৮৮৪ দশমিক ৭৯ পয়েন্ট হয়েছে।

ঢাকার পুঁজিবাজারে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ৪৬ শতাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে এদিন।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে ১৬৪টির দর বেড়েছে, ১৫০টির কমেছে এবং ৪৬টির দর অপরিবর্তিত রয়েছে।

ব্যাংক খাতের ৯০ শতাংশ শেয়ারের দাম বেড়েছে এদিন। এ খাতে তালিকাভুক্ত ৩১টি কোম্পানির মধ্যে ২৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

ব্যাংক বহির্ভূত আর্থিক খাতে তালিকাভুক্ত ২৩টি কোম্পানির মধ্যে ১২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। অর্থাৎ এ খাতের ৫২ শতাংশ শেয়ারের দাম বেড়েছে মঙ্গলবার।

বীমা খাতে তালিকাভুক্ত ৫০টি কোম্পানির মধ্যে ৩৬টি, অর্থাৎ ৭২ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আর বস্ত্র খাতে বেড়েছে ৮২ শতাংশ শেয়ারের দাম।

মঙ্গলবার ঢাকার পুঁজিবাজারে ২ হাজার ৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের চেয়ে ১৮৮ কোটি টাকা বেশি।

মোট লেনদেনের ২২ দশমিক ৫২ শতাংশ ছিল ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দখলে। লেনদেনের ২৫ দশামিক ৯৭ শতাংশ বীমা খাতের, ৪ দশমিক শূন্য ৭ শতাংশ  ওষুধ খাতের এবং ৬ দশমিক ৯৯ শতাংশ বস্ত্র খাতের শেয়ার।

ঢাকার পুঁজিবাজারে এদিন সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০ কোম্পানি হল: বেক্সিমকো লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স, এনআরবিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, গ্রিন ডেল্টা, বিএসসিসিএল, সাইফ পাওয়ার, কনফিডেন্ট সিমেন্ট লিমিটেড, পাইওনিয়ার ইন্সুরেন্স ও বিএটিবিসি।

ঢাকার পুঁজিবাজারে দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০ কোম্পানি: এবি ব্যাংক লিমিটেড, ইস্টল্যান্ড ইন্সুরেন্স লিমিটেড, গ্লোবাল ইন্সুরেন্স লিমিটেড, জিএসপি ফাইন্যান্স, নর্দান ইন্সুরেন্স, এসিআই ফর্মুলেশন লিমিটেড, পিএফ প্রথম মিউচুয়াল ফান্ড, ওয়েম্যাক্স ইলেকট্রোড লিমিটেড, তৌফিকা ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্রিন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেড।

এদিন সবচেয়ে বেশি দর হারানো ১০ কোম্পানি হলো: আরামিট সিমেন্ট, লুব রেফ (বিডি) লিমিটেড, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, বিএফআইসি লিমিটেড, সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড, ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ম্যাকসন্স স্পিনিং মিল লিমিটেড ও ডেল্টা স্পিনার্স।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ১৭৭ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৯৩৫ দশমিক ৬৭ পয়েন্ট হয়েছে।

সিএসইতে ১৩৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৬ কোটি টাকা বেশি।

এ বাজারে লেনদেন হওয়া ২৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১৪৬টির দর বেড়েছে, ১১৯টির কমেছে এবং ২৯টির দর অপরিবর্তিত রয়েছে।