ডিএসই সূচক সাড়ে ৩ মাসে সর্বোচ্চ অবস্থানে 

বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে। এর মধ্যে ঢাকায় সূচক সাড়ে তিন মাসে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2021, 10:53 AM
Updated : 11 May 2021, 12:03 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৭৮ দশমিক ৬৮ পয়েন্ট বা ১ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৭২৪ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান নেয়।

এর আগে এর চেয়ে বেশি সূচক ছিল চলতি বছরের ২৫ জানুয়ারি। সেদিন সূচক ছিল ৫ হাজার ৭৮৯ দশমিক ৯৩ পয়েন্ট।    

মঙ্গলবার ঢাকার পুঁজিবাজারে লেনদেন হওয়া ৬০ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। কিন্তু ব্যাংক খাতে শেয়ারের দাম বাড়ার হার ছিল ৮৪ শতাংশ ।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২১৮টির, কমেছে ৭১টির, অপরিবর্তিত রয়েছে ৭৩টির।

ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩১টি কোম্পানির মধ্যে ২৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে দুটির, অপরিবর্তিত ছিল দুটির, লেনদেন হয়নি একটির।

এদিন ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতে তালিকাভুক্ত ২৩টি কোম্পানির মধ্যে ১৯টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে একটির, অপরিবর্তিত ছিল দুটির, আর লেনদেন হয়নি একটির।

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার হার ছিল ৮৩ শতাংশ ।

ঢাকার পুঁজিবাজারে লেনদেন এদিন আগের দিনের তুলনায় বেশি ছিল। মঙ্গলবার ঢাকায় ১ হাজার ৪০৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৩৫২ কোটি ৪ লাখ টাকা।

এদিন মোট লেনদেনের ১৮ দশমিক ৫৮ শতাংশ ছিল ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ারের লেনদেন।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭১ দশমিক ৯০ পয়েন্টে।

আর ডিএস৩০ সূচক ২৮ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৪ দশমিক ৭৬ পয়েন্টে।

ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি- বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ফিড মিল, বিএটিবিসি, রবি, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক।

ঢাকার পুঁজিবাজারে দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০টি কোম্পানি-  ঢাকা ইন্স্যুরেন্স, পাইয়োনিয়ার ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, এনআরবিসি ব্যাংক, মার্কেনটাইল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, নিটল ইন্স্যুরেন্স, ম্যাকসন্স স্পিনিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স।

ঢাকার পুঁজিবাজারে দাম কমার তালিকার শীর্ষ ১০ কোম্পানি- শ্যামপুর সুগার, পূবালী ব্যাংক, এপোলো ইস্পাত, ফ্যামিলি টেক্স, সানলাইফ ইন্স্যুরেন্স, মীর আকতার হোসাইন লি., এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন, আলিফ, ম্যানুফ্যাকচারিং, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২৩৫ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৫৬৬ দশমিক ৩৫ পয়েন্টে।

সিএসইতে ৫৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৬৬ কোটি ৩৭ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৮৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।