তিনটি ডিজিটাল বুথের অনুমোদন

পুঁজিবাজারের ব্যবসা দেশের ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিতে দুটি ব্রোকারেজ হাউজকে তিনটি ডিজিটাল বুথ খোলার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2021, 01:53 PM
Updated : 9 May 2021, 01:53 PM

রোববার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কবির সিকিউরিটিজ চট্টগ্রামের নাজিরহাট ও খাতুনগঞ্জে এবং বি রিচ সিলেট শহরের উত্তর ধুপার দিঘীরপাড়ে একটি ডিজিটাল বুথ খোলার অনুমতি দেওয়া হয়েছে।

এ নিয়ে নিয়ন্ত্রক সংস্থা সাতটি ডিজিটাল বুথ খোলার অনুমতি দিল।

বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে ব্রোকারেজ সেবা পৌঁছে দিতে গত বছরের শেষ দিকে ডিজিটাল বুথ বা ছোট আকারে ব্রোকারজ ব্যবসা খোলার সুযোগ করে দেয় নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশের স্টক ব্রোকাররা স্টক এক্সচেঞ্জের কাছে অনুমতি নিয়ে এই ডিজিটাল বুথ চালু করতে পারে।

ছোট ব্রোকারেজ ব্যবসা বা ডিজিটাল বুথ নিয়ন্ত্রিত হয় ব্রোকারেজ হাউজের হেড অফিস থেকে।

ইউনিয়ন পরিষদে এমনকি দেশের বাইরে পর্যন্ত ডিজিটাল বুথ করা যায়। দেশের ভেতরে ডিজিটাল বুথের জন্য এক লাখ এবং বাইরের ডিজিটাল বুথের জন্য ১০ লাখ টাকা জমা দিতে হয় ব্রোকার প্রতিষ্ঠানকে।

ডিজিটাল বুথে বিও হিসাব খোলা ও বন্ধ করা, লেনদেন করাসহ ব্রোকারেজের সাধারণ সমস্ত সেবা দেওয়া যায়।