৭৭% বস্ত্র কোম্পানির শেয়ার দর বেড়েছে

সপ্তাহের প্রথম দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে বেড়েছে সূচক। এর মধ্যে বস্ত্র খাতের ৫৬টি কোম্পানির মধ্যে ৪৩টিরই শেয়ারের দাম বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2021, 11:31 AM
Updated : 9 May 2021, 11:31 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৩৯ দশমিক ৬৭ পয়েন্ট বা দশমিক ৭১ শতাংশ বেড়ে ৫ হাজার ৬৪৫ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান নেয়।

এদিন ঢাকার পুঁজিবাজারে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ৪৮ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। কিন্তু বস্ত্র খাতে শেয়ারের দাম বাড়ার হার ছিল ৭৭ শতাংশ ।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১২৬টির, অপরিবর্তিত রয়েছে ৬৩টির দর।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫৬টি বস্ত্র প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ৫টির এবং অপরিবর্তিত ছিল ৮টির।

ঢাকার পুঁজিবাজারে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। রোববার ১ হাজার ৩৫২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ৪৮৬ কোটি ২৭ লাখ টাকা।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬১ দশমিক ৪৯ পয়েন্টে।

আর ডিএস৩০ সূচক ২৮ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৬৫ দশমিক ৯৯ পয়েন্টে।

ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০ কোম্পানি হল- বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি, ন্যাশনাল ফিড মিল, রবি, স্কয়ার ফার্মা, বিএটিবিসি, এনআরবিসি ব্যাংক, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, ম্যাকসন্স স্পিনিং।

দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০ কোম্পানি হল- সিমটেক্স, ই-জেনারেশন, লুবরেফ বাংলাদেশ, ভিএফএস থ্রেড ডাইং, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, এপোলো ইস্পাত, জাহিন স্পিনিং, এনআরবিসি ব্যাংক, কাট্টলী টেক্সটাইল, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন।

দাম কমার তালিকায় শীর্ষ ১০ কোম্পানি হল- অগ্রণী ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১২২ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৩৩১ দশমিক ১৭ পয়েন্টে।

সিএসইতে ৬৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৫৬ কোটি ৯৫ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।