আইপিওর কাগজপত্র জমার সময় বাড়ল

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে ঘোষিত লকডাউনের কারণে আইপিও আবেদনের কাগজপত্র জমা দেওয়ার সময় ৬০ দিন বাড়িয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2021, 04:13 PM
Updated : 3 May 2021, 04:13 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার কমিশনের নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী কোনো প্রতিষ্ঠান বন্ড বা আইপিওর মাধ্যমে অর্থ তোলার আবেদন করতে চাইলে, ওই সময়ের ১২০ দিনের মধ্যে তিন, ছয় বা ১২ মাসের হিসাব বিএসইসির কাছে জমা দিতে হয়।

এখন আরো ৬০ দিন বাড়ানো হয়েছে সময়। অর্থ্যাৎ ১৮০ দিনের মধ্যে হিসাব জমা দেওয়া যাবে।

অর্থ্যাৎ কোনো প্রতিষ্ঠানের প্রথম ৩ মাস যদি মার্চ মাসে শেষ হয় তাহলে কোম্পানিটি আগে হিসাব জমা দেওয়ার জন্য জুলাই পর্যন্ত সময় পেত। এখন সময় পাবে সেপ্টেম্বর পর্যন্ত।

এছাড়া সভায় ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের আর্থিক বিবরণী নিরীক্ষার জন্য নিরীক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।