পুঁজিবাজারের সূচক সামান্য কমেছে

সপ্তাহের দ্বিতীয় দিন সূচক কমেছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2021, 12:01 PM
Updated : 3 May 2021, 12:01 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬৫ পয়েন্ট বা দশমিক ১০ শতাংশ কমে ৫ হাজার ৫১১ দশমিক ৩৬ পয়েন্ট হয়েছে।

ঢাকার বাজারে এদিন ১ হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৪৭ কোটি টাকা কম।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটর মধ্যে ১০৫টির দর বেড়েছে, ১৭৯টির কমেছে, ৭০টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন ঢাকার বাজারে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০ কোম্পানি হল- বেক্সিমকো লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ, রবি আজিয়াটা, লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, বিডি ফাইন্যান্স, সোনার বাংলা ইন্সুরেন্স, ম্যাকসন্স স্পিনিং, প্রভাতী ইন্সুরেন্স ও নিটল ইন্সুরেন্স।

ঢাকার পুঁজিবাজারে দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০ কোম্পানি হল- তাকাফুল ইন্সুরেন্স, সোনার বাংলা ইন্সুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, মালেক স্পিনিং, প্রাইম ইন্সুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, অগ্রণী ইন্সুরেন্স, প্রিমিয়ার লিজিং, নিটল ইন্সুরেন্স ও ইস্টার্ন লুব্রিকেন্টস।

ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি দর হারানো ১০ কোম্পানি হল- উত্তরা ব্যাংক, ডেল্টা স্পিনিং, আনলিমা ইয়ার্ন, মোজাফ্ফর হোসেন স্পিনিং, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ, লাফার্জহোলসিম বাংলাদেশ, শাইনপুকুর সিরামিকস, আলহাজ টেক্সটাইল ও এডিএন টেলিকম।  

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ১৯ দশমিক ২৭ পয়েন্ট কমে ১৫ হাজার ৯৫৩ দশমিক ৭৮ পয়েন্ট হয়েছে।

এ বাজারে লেনদেন হয়েছে ৬২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৩১ কোটি টাকা বেশি।

সিএসইতে লেনদেন হওয়া ২৬২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ৮৯টির দর বেড়েছে, ১২৫টির কমেছে এবং ৪৮টির দর অপরিবর্তিত রয়েছে।