সূচক ও লেনদেন বেড়ে সপ্তাহ শুরু

সপ্তাহের প্রথম দিন রোববার লেনদেন ও সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2021, 10:31 AM
Updated : 18 April 2021, 10:31 AM

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ‘সর্বাত্মক লকডাউন’ শুরুর পর রোববার ছিল দ্বিতীয় লেনদেন। এই দুই দিনই সূচক বেড়েছে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ২১ দশমিক ২৪ পয়েন্ট বা দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৩১ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করছে।

এই বাজারে লেনদেনও আগের দিনের তুলনায় বেড়েছে। রোববার ৬০২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৫৫৬ কোটি ৪২ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, আর কমেছে ১৬৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৮০টির দর।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২১১ দশমিক ৫৪ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪০ দশমিক ২৬ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি  বেক্সিমকো লিমিটেড, বিডি ফাইন্যান্স, বিএটিবিসি, লংকাবাংলা, রবি, লাফার্জ, বেক্সিমকো ফার্মা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আরডি ফুড ও এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স।

দাম বাড়ার শীর্ষ ১০টি কোম্পানি - প্রাইম ইন্স্যুরেন্স, মাইডাস ফাইন্যান্স, হাইডেলবার্গ সিমেন্ট, আরডি ফুড, বে-লিজিং, সেন্ট্রাল ফার্মা, প্রভাতী ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স, সিএপিএম আইবিবিএল ইসলামি মিঃ ফাঃ ও লংকাবাংলা ফাইন্যান্স।

দাম কমার তালিকার শীর্ষ ১০টি কোম্পানি - রহিমা ফুড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এমবিএল ফার্স্ট মিঃ ফাঃ, মীর আকতার হোসেন, জনতা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, আইসিবি ইসলামি ব্যাংক, খান ব্রাদার্স পিপি, গ্রিন ডেল্টা মিঃ ফাঃ ও জুট স্পিনার্স।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩৪ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৪১৩ দশমিক ৭৯ পয়েন্টে।

সিএসইতে রোববার ২১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১৯ কোটি ২৮ লাখ টাকা।

এ বাজারে লেনদেন হয়েছে ২০৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।