১০ কোটি টাকার নতুন মিউচুয়াল ফান্ড আসছে বাজারে

১০ কোটি টাকার বে-মেয়াদি নতুন একটি মিউচুয়াল ফান্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2021, 12:22 PM
Updated : 15 April 2021, 12:22 PM

বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‘আরবিইএমসিও বিজিআইএফ ফান্ড’ এর উদ্যোক্তা রয়েল বেঙ্গল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পাসি (আরবিইএমসিও)।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ১০ কোটি টাকা। উদ্যোক্তার অংশ ১ কোটি টাকা এবং সকল বিনিয়োগকারীদের জন্য ৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে।

ফান্ডটির প্রতিটি ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক বেঙ্গল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি (আরবিইএমসিও); ট্রাস্টি হিসেবে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক।