পুঁজিবাজারে লেনদেনের সময়ও বাড়ল দুইদিন

কঠোর লকডাউন শুরুর আগের দুইদিন সোম এবং মঙ্গলবার দেশের পুঁজিবাজারে লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়ানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2021, 02:46 PM
Updated : 11 April 2021, 02:46 PM

রোববার রাতে বাংলাদেশ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার বিএসইসির মুখপাত্র রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

“সোম এবং মঙ্গলবার পুঁজিবাজারে লেনদেন শুরু হবে সকাল দশটায়, শেষ হবে দুপুর সাড়ে ১২টায়,” বলেন তিনি।

ওই দুইদিন ব্যাংক লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়ানোয় পুঁজিবাজারে লেনদেনের সময়ও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিএসইসি।

সাধারণ সময় সকাল ১০ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হলেও চলমান লকডাউনের মধ্যে ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে পুঁজিবাজারে ১০-১২টা লেনদেন হচ্ছিল।

কঠোর লকডাউন শুরুর আগের দুইদিন- সোম ও মঙ্গলবারের জন্য ব্যাংক লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক । এই দুইদিন ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত।

ব্যাংকের লেনদেন সাধারণ সময় চলত ১০টা-৪টা। তবে লকডাউনের মধ্যে দশটা থেকে সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন চলছিল।