পুঁজিবাজারে সূচক বেড়েছে

সপ্তাহের দ্বিতীয় দিন সূচক ও লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2021, 12:40 PM
Updated : 29 March 2021, 02:07 PM

সোমবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ৫৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৭৩ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে ৬৩৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার, যা আগের কর্মদিবসে ছিল ৩৮২ কোটি ৫৫ লাখ টাকা।

ডিএসইতে হাতবদল হওয়া ৩৫৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ৫৪টির; অপরিবর্তিত রয়েছে ১১২টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২২১ দশমিক শূণ্য ৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৪ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৬ দশমিক ৬৩ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, রবি, লংকাবাংলা, স্কয়ার ফার্মা, লাফার্জহোলসিম, প্রভাতী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স ও প্রিমিয়ার ব্যাংক।

ঢাকার বাজারে দর দাম বৃদ্ধিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো-

দেশ জেনারেল ইন্সুরেন্স, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

এই বাজারে দরপতনে শীর্ষ ১০ কোম্পানি হলো- ডাচবাংলা ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স, পূর্বানী জেনারেল ইন্সুরেন্স, নিটোল ইন্সুরেন্স, হাওয়েল টেক্সটাইল, শ্যামপুর সুগার মিলস, আমান কটন ফাইবার্স, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আরামিট সিমেন্ট ও ওয়ান ব্যাংক। 

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৮৭ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৫৬৬ দশমিক ২৬ পয়েন্টে।

সিএসইতে সোমবার ৪০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২৮ কোটি ২৪ লাখ টাকা।

সিএসইতে হাতবদল হওয়া ২৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ৫১টির ও অপরিবর্তিত রয়েছে ৬২টির দর।