সূচকের উত্থানে শুরু সপ্তাহ

সপ্তাহের প্রথম দিন সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2021, 12:26 PM
Updated : 28 March 2021, 12:26 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ১৬ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৪৩ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করছে।

তবে ঢাকায় লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। 

রোববার ঢাকায় ৩৮২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। যা আগের কর্মদিবসে (বৃহস্পতিবার) ৪৮৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

ডিএসইতে রোববার লেনদেন হয়েছে ৩৫০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। 

এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৮৪টির, আর অপরিবর্তিত রয়েছে ১৩২টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে 

১ হাজার ২১৮ দশমিক ৪৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২ দশমিক ১৯ পয়েন্টে।

ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হল- বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, রবি, লংকাবাংলা, রহিমাফুড, লাফার্জ, এনআরসি ব্যাংক, স্কয়ার ব্যাংক এবং জিবিবিপাওয়ার।

দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০টি কোম্পানি হচ্ছে নিটল ইন্সুরেন্স, প্রাইম ইন্সুরেন্স কোম্পানি, পূরবী জেনারেল ইন্সুরেন্স, রহিমা ফুড, ঢাকা ইন্সুরেন্স, তৌফিকা ফুডস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড, অগ্রণী ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স এবং ফেডারেল ইন্সুরেন্স কোং লিঃ।

আর ঢাকার পুঁজিবাজারে দাম কমার শীর্ষ ১০ কোম্পানি হল আমান কটন ফাইবার্স লিমিটেড, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ ফান্ড, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স, এমবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ৫৩ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৪৭৮ দশমিক ৪৯ পয়েন্টে।

সিএসইতে রোববার ২৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মবিদসে লেনদেন হয়েছিল ২৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার।

রোববার সিএসইতে লেনদেন হয়েছে ২১২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, 

কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির দর।