ব্যাংক খোলা থাকলে, পুঁজিবাজারও খোলা: বিএসইসি

করোনাভাইরাসের প্রকোপ বাড়লেও আপাতত বাংলাদেশের পুঁজিবাজার বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2021, 12:11 PM
Updated : 18 March 2021, 12:26 PM

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।

তিনি বলেন, করোনাভাইরাসের প্রকোপ বাড়লে পুঁজিবাজার বন্ধ হয়ে যেতে পারে বলে গুজব ছড়ানো হচ্ছে।

“আমরা এবিষয়ে আশ্বস্ত করে বলতে চাই, সেরকম কিছু হবে না। ব্যাংক খোলা থাকলে, পুঁজিবাজারও খোলা থাকবে।”

গত বছর করোনাভাইরাস মহামারী ছড়ানোর পর ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত বাংলাদেশের পুঁজিবাজার বন্ধ ছিল।”

সম্প্রতি বাংলাদেশে আবার করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। দৈনিক শনাক্তের হার পেরিয়ে গেছে ১০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ১৮৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এ পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৬৪ হাজার ৯৩৯ জন।

এদিকে বৃহস্পতিবার ব্যাপক দরপতন হয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৮১ দশমিক ৭১ পয়েন্ট বা ১ দশমিক ৪৮ শতাংশ কমে ৫ হাজার ৪৩৪ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ২১৭ দশমিক ৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৭৫০ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৩৬ শতাংশ কম।