লেনদেন বাড়লেও সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিন লেনদেন বাড়লেও সূচক কমেছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2021, 11:15 AM
Updated : 16 March 2021, 11:15 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ৩০ শতাংশ কমে ৫ হাজার ৫১৬ দশমিক ৪০ পয়েন্ট হয়েছে।

এ বাজারে লেনদেন হয়েছে ৬৯৮ কোটি টাকার শেয়ার, যা আগের কর্মদিবসে ৬২৩ কোটি ৪ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১০৫টির দর বেড়েছে, ১৪৩টির কমেছে, ১১৪টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকার পুঁজিবাজারে এদিন সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০ কোম্পানি হল- বেক্সিমকো, রবি, লংকাবাংলা, জিবিবি পাওয়ার, লাফার্জ, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, সামিট পাওয়ার, বিএটিবিসি এবং লুব রেফ।

দর বাড়ার তালিকার শীর্ষ দশ কোম্পানি হল- আজিজ পাইপ, হাওয়েল টেক্সটাইল, সিলকো ফার্মা, এসিআই ফর্মুলা, রহিমা ফুড, মতিন স্পিনিং, আনোয়ার গেলভানাইজিং, হাক্কানি পাল্প, ফাইন ফুডস লিমিটেড এবং ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক।

সবচেয়ে বেশি দর হারানো ১০ কোম্পানি হল- লুব রেফ, আইডিএলসি, অগ্রণী ইন্স্যুরেন্স, ভ্যানগার্ড এএমএল রুপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডে, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডে, নর্দার্ন ইসলামী ইন্সুরেন্স, এডিএন টেলিকম, লাফার্জ, ইসলামী ইন্সুরেন্স বাংলাদেশ এবং ন্যাশনাল ফিড মিল লিমিটেড।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ৮৬ দশমিক ৭৭ পয়েন্ট বা দশমিক ৫৪ শতাংশ কমে ১৫ হাজার ৯৬৭ পয়েন্ট হয়েছে।

এ বাজারে ৩৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ২৭ কোটি ৮৭ লাখ টাকা ছিল।

সিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ৭৫টির দর বেড়েছে, ১০৩টির কমেছে এবং ৭৫টির দর অপরিবর্তিত রয়েছে।