শুরুর দিনে ৫০% বেড়েছে লুব-রেফের দর

পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত লুব্রিক্যান্ট কোম্পানি লুব-রেফের শেয়ারের দর লেনদেনের শুরুর দিনে ৫০ শতাংশ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2021, 01:08 PM
Updated : 9 March 2021, 01:08 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে কোম্পানিটির ২৭ টাকার শেয়ার ৪০ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়।

সে হিসেবে প্রথম দিনে বিনিয়োগকারীরা ৫০ শতাংশ বেশি দামে তা বিক্রি করতে পেরেছেন।

এ দিন ৫ বারে লুব-রেফের মোট ৪২১টি শেয়ার হাতবদল হয়, টাকার অঙ্কে যার দাম ১৭ হাজার ৫০ টাকা ৫০ পয়সা।

তালিকাভুক্তির পর প্রথম ও দ্বিতীয় দিনের লেনদেনে এখন নতুন কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৫০ শতাংশই বাড়তে পারে।

সোমবারই ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক বিবরণী প্রকাশ করেছে লুব-রেফ (বাংলাদেশ)।

ছয় মাসে কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ৮ কোটি ৬৬ লাখ টাকা; আইপিও পরবর্তী শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৬০ পয়সা।

১৫০ কোটি টাকা তুলতে লুব-রেফ ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি শেয়ার বাজারে ছাড়ে। নতুন যন্ত্রপাতি কিনে ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে এই অর্থ ব্যয় হবে।

লুব-রেফ (বাংলাদেশ) ২০০১ সালের ১৮ নভেম্বর ব্যবসায়িক নিবন্ধন পায় এবং ২০০৬ সালের ১৮ ডিসেম্বর কার্যক্রম শুরু করে। এ কোম্পানির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ, আর চেয়ারম্যান রুবিয়া নাহার।

লুব্রিকেন্ট অয়েল মিশ্রণ ও পরিশোধন করে ‘বিএনও লুব্রিকেন্টস’ ব্র্যান্ড নামে বিক্রি করে লুব-রেফ। ইঞ্জিন অয়েল, গিয়ার লুব্রিকেন্ট, হাইড্রলিক অয়েল, ট্রান্সফর্মার অয়েল ও গ্রিজ তাদের প্রধান পণ্য।

২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত অর্থবছরে ১৫৩ কোটি ৩৯ লাখ টাকার পণ্য বিক্রি করে লুব-রেফ ২০ কোটি ৭৬ লাখ টাকা মুনাফা করেছে।

লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে ১০০ কোটি। ২০১৬ সাল থেকে চার বছর টানা মুনাফায় রয়েছে; সর্বনিম্ন ৫ কোটি টাকা থেকে সর্বোচ্চ ২০ কোটি ৭৬ লাখ টাকা পর্যন্ত মুনাফা করেছে কোম্পানিটি।

পুঁজিবাজারে এ কোম্পানির ১৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি শেয়ার আছে। এর মধ্যে ৩৭ দশমিক শূণ্য ৭ শতাংশ আছে পরিচালকদের হাতে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ৩৩ দশমিক ৪২ শতাংশ, এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৯ দশমিক ৫০ শতাংশ শেয়ার আছে।

কোম্পানির বর্তমান বাজার মূলধন ৩৯২ কোটি ১৬ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ১৪৫ কোটি ২৪ টাকা; রিজার্ভের পরিমাণ ১৯৯ কোটি ৯ লাখ টাকা।