পুঁজিবাজারে লুব-রেফের লেনদেন শুরু মঙ্গলবার

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছেড়ে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা তুলে নেওয়া লুব্রিক্যান্ট কোম্পানি লুব-রেফের শেয়ারের লেনদেন মঙ্গলবার থেকে শুরু হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2021, 12:19 PM
Updated : 8 March 2021, 12:24 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটি ‘LRBDL’ কোড নিয়ে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেনে থাকবে।

এদিকে সোমবারই ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক বিবরণী প্রকাশ করেছে লুব-রেফ (বাংলাদেশ)।

ছয় মাসে কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ৮ কোটি ৬৬ লাখ টাকা; আইপিও পরবর্তী শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৬০ পয়সা।

১৫০ কোটি টাকা তুলতে লুব-রেফ ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি শেয়ার বাজারে ছাড়ে। নতুন যন্ত্রপাতি কিনে ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে এই অর্থ ব্যয় হবে।

লুব-রেফ (বাংলাদেশ) ২০০১ সালের ১৮ নভেম্বর ব্যবসায়িক নিবন্ধন পায় এবং ২০০৬ সালের ১৮ ডিসেম্বর কার্যক্রম শুরু করে। এ কোম্পানির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ, আর চেয়ারম্যান রুবিয়া নাহার।

লুব্রিকেন্ট অয়েল মিশ্রণ ও পরিশোধন করে ‘বিএনও লুব্রিকেন্টস’ ব্র্যান্ড নামে বিক্রি করে লুব-রেফ। ইঞ্জিন অয়েল, গিয়ার লুব্রিকেন্ট, হাইড্রলিক অয়েল, ট্রান্সফর্মার অয়েল ও গ্রিজ তাদের প্রধান পণ্য।

২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত অর্থবছরে ১৫৩ কোটি ৩৯ লাখ টাকার পণ্য বিক্রি করে লুব-রেফ ২০ কোটি ৭৬ লাখ টাকা মুনাফা করেছে।

লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে ১০০ কোটি। ২০১৬ সাল থেকে চার বছর টানা মুনাফায় রয়েছে; সর্বনিম্ন ৫ কোটি টাকা থেকে সর্বোচ্চ ২০ কোটি ৭৬ লাখ টাকা পর্যন্ত মুনাফা করেছে কোম্পানিটি।