লাফার্জ হোলসিমের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2021, 04:20 PM
Updated : 2 March 2021, 04:20 PM

মঙ্গলবার লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের পর্ষদ সভা ছিল। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ অর্থবছরের জন্য এই লভ্যাংশ প্রস্তাব করেছে।

লাফার্জ হোলসিম ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ১ টাকা করে পাবেন।

সোমবার এ শেয়ার ঢাকার পুঁজিবাজারে ৫১ টাকা ৮০ পয়সায় লেনদেন হচ্ছিল, মঙ্গলবার দাম বেড়ে তা ৫২ টাকা ৬০ পয়সায় ওঠে।

২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।

২০২০ অর্থ বছরে লাফার্জ হোলসিম লিমিটেড শেয়ার প্রতি মুনাফা করেছে ২ টাকা ৩ পয়সা। আগের বছর এই সময় তাদের শেয়ারে প্রতি মুনাফা ছিল ১ টাকা ৫০ পয়সা।

২০১৭ অর্থবছরে লাফার্জ হোলসিম মুনাফা করেছিল ৮০ কোটি ৫৩ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ১ টাকা ।

২০১৮ অর্থবছরে ১১১ কোটি ৪৭ লাখ টাকা মুনাফা করে লাফার্জ হোলসিম; বিনিয়োগকারীদের প্রতি শেয়ারে দেয় ১ টাকা।

আর ২০১৯ অর্থবছরে এ কোম্পানি ১৭৩ কোটি ৭৫ লাখ টাকা মুনাফা দেখিয়েছিল; লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ১ টাকা ।

সর্বশেষ ২০২০ অর্থবছরে এ কোম্পানি ২৩৬ কোটি ১০ লাখ টাকা মুনাফা দেখিয়েছে।

পুঁজিবাজারে লাফার্জ হোলসিমের ১১৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০০টি শেয়ার আছে। এর মধ্যে ৬৪ শতাংশ ৬৮ শতাংশ আছে পরিচালকদের হাতে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ১৫ দশমিক ৯৫ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে শূন্য দশমিক ৭৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৮ দশমিক ৫৮ শতাংশ শেয়ার আছে।