ফ্লোর প্রাইস: সমন্বয়ের নির্দেশনা কার্যকর

পুঁজিবাজারে শেয়ারের সর্বনিম্ন দর বা ফ্লোর প্রাইস সাধারণভাবে বহাল রেখে বোনাস বা রাইট শেয়ার ঘোষণার পরে শেয়ারের দাম সমন্বয়ের নির্দেশনা কার্যকর হল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2021, 02:58 PM
Updated : 2 March 2021, 02:58 PM

সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ১ মার্চ থেকে এ বিষয়ক নির্দেশনা কার্যকরের কথা জানিয়েছে।

পুঁজিবাজারের ধস ঠেকাতে গত বছর ১৯ মার্চ সর্বনিম্ন দর বা ফ্লোর প্রাইস বেঁধে দেয় বিএসইসি।

গত ১৫ ফেব্রুয়ারি বেঁধে দেওয়া শেয়ারের সর্বনিম্ন দর বা ফ্লোর প্রাইস সাধারণভাবে বহাল রেখে বোনাস বা রাইট শেয়ার ঘোষণার পর সংশ্লিষ্ট কোম্পানির ক্ষেত্রে পরিবর্তন আনা হয়।

নতুন নিয়ম কার্যকর হওয়ায় এখন থেকে কোনো কোম্পানি ‘বোনাস শেয়ার’ বা ‘রাইট শেয়ার’ ঘোষণা করলে তার প্রভাবে সমন্বয় হওয়ার পর শেয়ারের যে দাম হবে, তাই হবে সেই শেয়ারের সংশোধিত ‘ফ্লোর প্রাইস’।

ঘোষিত বোনাস শেয়ার বা রাইট শেয়ারের রেকর্ড ডেটের পর ‘ডাইলুশন ইফেক্ট’ বিবেচনায় সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের সমন্বতি দরকে সেই শেয়ারের সংশোধিত ফ্লোর হিসাবে ধরা হবে।

কোম্পানি বোনাস শেয়ার বা রাইট শেয়ার নামে বাড়তি শেয়ার বাজারে ছাড়ার ফলে ওই কোম্পানির বিদ্যমান বিনিয়োগকারীদের মালিকানার হার কমে যায়। সেটাকেই ‘ডাইলুশন ইফেক্ট’ বলা হয়।

পুরনো খবর