আইন ভঙ্গ: ৩ মার্চেন্ট ব্যাংক ও ৩ ব্রোকারেজের দণ্ড

আইন ভঙ্গের কারণে তিনটি মার্চেন্ট ব্যাংক ও তিনটি ব্রোকারেজ হাউজকে শাস্তি দিয়েছে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2021, 04:12 PM
Updated : 24 Feb 2021, 04:12 PM

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মার্চেন্ট ব্যাংক বেঙ্গল ইনভেস্টমেন্ট লিমিটেড, সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড এবং পিএলএফএস লিমিটেডের আইপিওতে কোটা সুবিধা বতিল করা হয়েছে।

৩১ জুনের মধ্যে মূলধন ঘাটতি পূরণ করতে না পারলে তিন প্রতিষ্ঠানের সনদ বাতিল করা হতে পারে।

আইন ভঙ্গের কারণে ব্রোকারেজ নেক্সাস সিকিউরিটিজ ও ফার্স্ট লিড সিকিউরিটজকে ২ লাখ টাকা করে এবং এমটিবি সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।