শুরুর দিনে ই-জেনারেশনের দর বাড়ল ৫০%

পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ই-জেনারেশনের শেয়ারের দর লেনদেনের শুরুর দিনে ৫০ শতাংশ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2021, 03:12 PM
Updated : 23 Feb 2021, 03:12 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে কোম্পানিটির ১০ টাকার শেয়ার ১৫ টাকায় হাতবদল হয়।

সে হিসেবে প্রথম দিনে বিনিয়োগকারীরা ৫০ শতাংশ বেশি দামে তা বিক্রি করতে পেরেছেন।

এ দিন ২ বারে ই-জেনারেশনের মোট ২০১টি শেয়ার হাতবদল হয়, টাকার অঙ্কে যার দাম ৩ হাজার ১৫ টাকা।

তালিকাভুক্তির পর প্রথম ও দ্বিতীয় দিনের লেনদেনে এখন নতুন কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৫০ শতাংশই বাড়তে পারে।

ই-জেনারেশন লিমিটেড সফটওয়্যার তৈরির পাশাপাশি তথ্য প্রযুক্তি খাতের পরামর্শক হিসেবে কাজ করে।

২০০৩ সালে প্রতিষ্ঠিত এ কোম্পানির চেয়ারম্যান সৈয়দা কামরুন নাহার আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান।

২০১৯ সালে ই-জেনারেশন মুনাফা করেছে ১০ কোটি ৯০ লাখ টাকা। মোট সম্পদের পরিমাণ ১৩১ কোটি ২৫ লাখ টাকা।

সেই হিসেবে রিটার্ন অন অ্যাসেট হচ্ছে ৮ দশমিক ৩০ শতাংশ। নেট প্রফিট মার্জিন ২৯ দশমিক ৯৫ শতাংশ।

২০১৯ সালের হিসেবে তাদের শেয়ার প্রতি মুনাফা ১ টাকা ৮২ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য ২০ টাকা ৫৬ পয়সা।

আগের দুই বছর যথাক্রমে ১০ কোটি ৪৯ লাখ ও ৮ কোটি ৬৮ লাখ মুনাফা দেখিয়েছে এ কোম্পানি।

পুঁজিবাজারে এ কোম্পানির ৭ কোটি ৫০ লাখ শেয়ার আছে। এর মধ্যে ৩৭ দশমিক ৩৯ শতাংশ আছে পরিচালকদের হাতে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ৩৬ দশমিক ৪২ শতাংশ, এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৬ দশমিক ১৯ শতাংশ শেয়ার আছে।

কোম্পানির বর্তমান বাজার মূলধন ১১২ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৭৫ কোটি টাকা; রিজার্ভের পরিমাণ এক হাজার ৫৪ কোটি ৫ লাখ টাকা।