দরপতন চলছেই
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Feb 2021 04:23 PM BdST Updated: 17 Feb 2021 04:23 PM BdST
সপ্তাহের চতুর্থ দিনেও সূচক এবং লেনদেন কমেছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ২৩ দশমিক ৭১ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ কমে ৫ হাজার ৫০৩ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকার পুঁজিবাজারে লেনদেনও আগের দিনের তুলনায় কমেছে । বুধবার এ বাজারে ৮৬৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৯৯৫ কোটি ৭৪ লাখ টাকা ছিল।
ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৪১টির। আর অপরিবর্তিত রয়েছে ১০২টির দর।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৫০ দশমিক ৯২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৫ দশমিক ৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২০ দশমিক ৪০ পয়েন্টে।

দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০টি কোম্পানি হল- জনতা ইন্সুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, প্রভাতী ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্সুরেন্স, নিটল ইন্সুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স।
আর দাম কমার তালিকার শীর্ষ ১০ কোম্পানি হল- বেক্সিমকো লিঃ, মাইডাস ফাইন্যান্স, সাইন পুকুর সিরামিক, এস এস স্টিল, যমুনা ব্যাংক, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, সিঙ্গার, গোল্ডেন সন এবং লংকাবাংলা।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৬৯ দশমিক ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৩৫ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৪৫ শতাংশ কম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বুধবার ২৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৩৮ কোটি ৬ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির দর।
-
আইন ভঙ্গ: ৩ মার্চেন্ট ব্যাংক ও ৩ ব্রোকারেজের দণ্ড
-
সোনালী লাইফ ইন্সুরেন্সের আইপিওর আবেদন পেছাল
-
সূচক বেড়েছে পুঁজিবাজারে
-
শুরুর দিনে ই-জেনারেশনের দর বাড়ল ৫০%
-
পুঁজিবাজারে সূচক পতনের ধারা
-
৪ কোম্পানির পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত
-
ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের আইপিওর জন্য আবেদন শুরু
-
লুব-রেফের আইপিও বণ্টনে লটারি মঙ্গলবার
সর্বাধিক পঠিত
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- স্থগিতাদেশ প্রত্যাহার, পরীক্ষা চলবে সাত কলেজে
- ‘ইউনিভার্স বস’ এখন ‘অরিজিনাল প্রাইম মিনিস্টার’