সহযোগী ২ কোম্পানিকে কিনে নিচ্ছে হাইডেলবার্গ সিমেন্ট

বাংলাদেশের পুঁজিবজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট তার সহযোগী দুই প্রতিষ্ঠানকে সম্পূর্ণ কিনে নেওয়ার জন্য হাই কোর্টে আবেদন করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2021, 06:46 PM
Updated : 11 Feb 2021, 06:46 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে হাইডেলবার্গ সিমেন্ট এই তথ্য জানিয়েছে।   

হাইডেলবার্গ সিমেন্ট তার সহযোগী প্রতিষ্ঠান এমিরেটস সিমেন্ট বাংলাদেশ লিমিটেড এবং এমিরেটস পাওয়ার কোম্পানি লিমিটেডকে কিনে নিতে চাইছে।

হাই কোর্ট হাইডেলবার্গ সিমেন্টের এই আবেদন নিয়ে বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জানাতে বলেছে।

গত বছরের ২২ অক্টোবর হাইডেলবার্গ সিমেন্ট তাদের সহযোগী দুই প্রতিষ্ঠানকে কিনে নেওয়ার আগ্রহের কথা জানিয়েছিল।

নতুন খবরে হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের দাম অপরিবর্তিতও ছিল পুঁজিবাজারে।

বুধবার এ শেয়ার যেখানে ঢাকার পুঁজিবাজারে ১৬২ টাকা ৭০ পয়সায় লেনদেন হচ্ছিল, বৃহস্পতিবারও তা একই অঙ্কে লেনদেন হয়।

১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।

২০১৮ অর্থবছরে হাইডেলবার্গ সিমেন্ট মুনাফা করেছিল ৮০ কোটি ৯৭ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ৭ টাকা ৫০ পয়সা।

তবে ২০১৯ অর্থবছরে কোম্পানিটি ১৮ কোটি ৬৬ লাখ টাকা লোকসান করে। কোনো লভ্যাংশও দেয়নি।

পুঁজিবাজারে এ কোম্পানির ৫ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৫৯০টি শেয়ার আছে।

এর মধ্যে ৬০ শতাংশ ৬৭ শতাংশ আছে পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ২৬ দশমিক ২১ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে দশমিক ৫১ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১২ দশমিক ৬১ শতাংশ শেয়ার আছে।

হাইডেলবার্গ সিমেন্টের বর্তমান বাজার মূলধন ৯১৯ কোটি ৩১ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৫৬ কোটি ৫০ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৩৪৯ কোটি ৬৪ লাখ টাকা।