দুবাইয়ে রোড শোতে তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান

দুবাইয়ের সম্পদ ব্যপস্থাপকদের কাছে বাংলাদেশের প্রাইভেট ইকুইটি ও ভেঞ্চার ক্যাপিটালে বিনিয়োগ চেয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2021, 02:53 PM
Updated : 11 Feb 2021, 02:53 PM

বৃহস্পতিবার দুবাইয়ের পার্ক হায়াত হোটেলে ‘রোড শো’য় এই আহ্বান জানানো হয় বলে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি তুলে ধরা হয়। বলা হয় যে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী তথ্য প্রযুক্তি খুব দ্রুত গ্রহণ করেছে। এর ফলে বাংলাদেশে খুব দ্রুত অনেক নতুন নতুন ব্যবসা হচ্ছে। আর এই নতুন ব্যবসা টাকা পাচ্ছে প্রাইভেট ইকুইটি ও ভেঞ্চার ক্যাপিটাল থেকে।

দুবাইয়ের সম্পদ ব্যপস্থাপকদের কাছে এই নতুন ব্যবসাগুলোতে প্রাইভেট ইকুইটি ও ভেঞ্চার ক্যাপিটাল আকারে বিনিয়োগ চাওয়া হয়েছে।  

এই অনুষ্ঠানে উপস্থিত দুবাইয়ের সম্পদ ব্যপস্থাপকরা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ টানতে সংযুক্ত আরব আমিরাতে ৯ থেকে ১২ ফেব্রুয়ারি মেলার আয়োজন করছে বিএসইসি। বৃহস্পতিবার ছিল ‘রোড শো’ এর তৃতীয় দিন।

৯ ফেব্রুয়ারি পার্ক হায়াত হোটেলে আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে অনুষ্ঠান করে দেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়। ১০ ফেব্রুয়ারি আমিরাতের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের প্রথম শরিয়া বন্ড সুকুক নিয়ে আলোচনা হয়।

তৃতীয় দিনের অনুষ্ঠানে দুবাই ফাইন্যান্সিয়াল অথরিটির নির্বাহী পরিচালক ব্রায়ান স্টায়ারওয়াল্ট উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাইভেট ইকুইটি ও ভেঞ্চার ক্যাপিটাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শামীম এহসান।

ক্রিকেটার সাকিব আল হাসানও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ছিলেন আসিয়ানের অর্থনীতিবিদ এডওয়ার্ড লি।

শুক্রবার ‘রোড শো’র শেষ দিনে বিনিয়োগকারীদের ছোট ছোট দলের সঙ্গে আলাদাভাবে আলোচনা হবে।