সূচক কমেছে দুই বাজারে

সপ্তাহের শেষ দিন সূচক কমেছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2021, 11:34 AM
Updated : 11 Feb 2021, 11:34 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ২৪ দশমিক ৩৯ পয়েন্ট বা দশমিক ৪৪ শতাংশ কমে ৫ হাজার ৪৮৫ দশমিক শূণ্য ১ পয়েন্টে অবস্থান করছে।

তবে ঢাকায় লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। বৃহস্পতিবার ১ হাজার ৫৫ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৭৮৬ কোটি ২ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ২৩৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৮৩টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪৫ দশমিক ৩৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০১ দশমিক ৮৩ পয়েন্টে।

ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি শেয়ার হল- ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, বেক্সিমকো লিঃ, রবি আজিয়াটা, বেক্সিমকো ফার্মা, লংকবাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, ইস্টার্ন ব্যাংক, সামিট পাওয়ার, মীর আখতার হোসেন এবং ওয়াল্টন।

ঢাকার পুঁজিবাজারে দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০টি কোম্পানি হল- তৌফিকা ফুডস, ব্রিটিশ আমেরিকান টোবাকো, গোল্ডেন সন, এশিয়ান ইন্সুরেন্স, ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড, রেকিট অ্যান্ড বেনকাইজার, বেক্সিমকো লিঃ, রবি আজিয়াটা, ইনফরমেশন সার্ভিস, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস, ডরিন পাওয়ার।  

দাম কমার তালিকার শীর্ষ ১০ কোম্পানি হল- ইস্টার্ন ইন্সুরেন্স, জিল বাংলা, শ্যামপুর সুগার মিল, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এনার্জি প্যাক, জেনারেশন নেক্সট, অ্যাপোলো ইস্পাত, গ্লোবাল ইন্সুরেন্স এবং মীর আখতার হোসেন । 

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৯৫ দশমিক শূণ্য ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৮৮৪ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৫৯ শতাংশ কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বুধবার ৮৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৫৫ কোটি ২৪ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির দর।