প্রথম দিনে ৫০% দর বাড়ল তৌফিকার

বাংলাদেশের পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর লেনদেনের শুরুর দিনে ৫০ শতাংশ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2021, 12:31 PM
Updated : 10 Feb 2021, 12:31 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে শেষে কোম্পানিটির শেয়ার ১৫ টাকায় হাতবদল হয়।

আইপিওতে তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার ১০ টাকায় বিক্রি হয়। সে হিসেবে প্রথম দিনে বিনিয়োগকারীরা ৫০ শতাংশ বেশি দামে তা বিক্রি করতে পেরেছেন।

এ দিন ৫ বারে মীর আক্তারের মোট ১৭ হাজার ৯০৮ টি শেয়ার হাতবদল হয়, টাকার অঙ্কে যার দাম ২ লাখ ৬৮ হাজার ৬২০ টাকা।

তালিকাভুক্তির পর প্রথম ও দ্বিতীয় দিনের লেনদেনে এখন নতুন কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৫০ শতাংশই বাড়তে পারে।

লভেলো আইসক্রিমের উৎপাদনকারী কোম্পানিটির শেয়ার গত ৭ ফেব্রুয়ারি বিনিয়োগকারীদের বিও একাউন্টে জমা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন য়চ্ছে। লেনদেনের কোড হয়েছে ‘TAUFIKA’। কোম্পানি কোড হয়েছে ১৪২৯৬।

সাধারণ বিনিয়োগকারীরা তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারটি ১০ টাকায় পেয়েছিল। যেসব বিনিয়োগকারী লটারিতে জিতেছেন, তারা প্রত্যেকে ৫০০টি করে শেয়ার পেয়েছেন।

গত বছরের ১৫ অক্টোবর ৩০ কোটি টাকা তোলার অনুমোদন পায় তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাসট্রিজ লিমিটেড।

চুড়ান্ত অনুমোদনের পর ৩ থেকে ৭ ডিসেম্বর তৌফিকা ফুডস লিমিটেডের আইপিও পেতে আবেদন করেন সাধারণ বিনিয়োগকারীরা।

এর পরে চলতি বছরের ২৬ জানুয়ারি লটারি হয়। সেই শেয়ার বিনিয়োগকারীদের বিও তে যোগ হয় রোববার।

তৌফিকা ফুডস পুঁজিবাজারের মাধ্যমে সংগ্রহ করা টাকায় যন্ত্রপাতি, ফ্রিজ, যানবাহন কিনবে, ডিপোতে বিনিয়োগ করবে। ব্যাংক থেকে নেওয়া ঋণও শোধের পাশাপাশি আইপিওর খরচ মেটানো হবে এই অর্থে।

তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাসট্রিজ প্রতিষ্ঠিত হয়েছে ২০১১ সালে। কাজ শুরু করেছে ২০১৬ সালের ২ জানুয়ারি।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক, চেয়ারম্যান শামিমা নার্গিস হক।

২০১৬ সালে কোম্পানিটি এক কোটি ৭৩ লাখ টাকা লোকসান করেছে।

তবে ২০১৭ সালে ২৫ লাখ, ২০১৮ সালে চার কোটি ২৫ লাখ এবং গতবছর ছয় কোটি ১৬ লাখ টাকা মুনাফা করেছে প্রতিষ্ঠানটি।

২০১৯ সালের ৩০ জুনের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ১৬২ কোটি ৭৮ লাখ টাকার সম্পদ আছে।

তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাসট্রিজের ইস্যু ব্যবস্থাপনায় আছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড।

পুঁজিবাজারে এ কোম্পানির ৮ কোটি ৫০ লাখ শেয়ার আছে। এর মধ্যে ৫৮ দশমিক ২৪ শতাংশ আছে পরিচালকদের হাতে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ১৪ দশমিক ১১ শতাংশ, এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৭ দশমিক ৬৫ শতাংশ শেয়ার আছে।

তৌফিকা ফুডসের বর্তমান বাজার মূলধন ১২৭ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন এক হাজার ৮৬ কোটি টাকা; রিজার্ভের পরিমাণ এক হাজার ১৫ কোটি ১১ লাখ টাকা।